রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

পঙ্কজ মান্না




  

কবি পঙ্কজ মান্না-র দুটি কবিতা 


কী কথা উহারা বলে  


কান পেতে রই

ঠোঁটে ঠোঁটে কথা বলে দুইটি চড়ুই ...

কে কার বাহির-জন কে কাকে লতার মতো জড়ায় আপন ! 


কী কথা উহারা বলে 

কে যে কার আন্তরিক সই ...!

আমাকে প্রশ্ন করে আমারই গোপন 


কী নিবিড় ব‍্যথা টনটন 

হৃদয় উপুড় করে ঢালছে ইথারে ...

কে যে কাকে প্রাণে ধরে 

কে যে কার পথ চেয়ে সাত জন্ম তারা গুনে কাটিয়েছে রাত ! 


এসবে নাকাল হয় কবির হৃদয়

আমি শুধু কান পেতে রই... 


ক‍্যায়া বাত্ !

ঠোঁটে ঠোঁটে মন ঢালে দুইখানি বিরহী চড়ুই ... 












যে যাবার যায়  

আমি তো লিখিনি প্রণয়ের  এপিটাফ

সাঁতারও কাটিনি ভোগের অন্ধকূপে 

রূপসাগরের ঘোলাটে লবণজলে

আমি তো দিইনি তুমুল মরণঝাঁপ 


যে যাবার যায়  যে আসার কাছে আসে

জীবন হয়তো মাদারির গূঢ় খেল

অন্ধ পাখিও ঝড়ের পূর্বাভাসে

জোয়ারে ভাসায় হৃদ্-কথা উদ্বেল 


যা ভাসে ভাসুক  যা ডোবার যাক ডুবে

সময়-ই সারায় গভীর মনস্তাপ 

পথ অনন্ত , পথেই ছড়ানো দিশা 

আমি তো লিখিনি প্রণয়ের এপিটাফ


**********************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ

         

৩টি মন্তব্য:

  1. অসামান্য লাগলো দুটি কবিতাই। স্বরবর্ণ-এর কাছে ঋণী রইলাম। কবিকে জানাই অশেষ অভিনন্দন।

    উত্তরমুছুন
  2. ‘কী কথা উহারা বলে ’

    মচড়ে মরা যন্ত্রণা'রা ঠাঁই পেয়েছে কবিতায় ।ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরকম কবিতা পড়ার জন্য আরো একটা প্রেমিক জন্ম চাই ।

    উত্তরমুছুন