কবি পঙ্কজ মান্না-র দুটি কবিতা
কী কথা উহারা বলে
কান পেতে রই
ঠোঁটে ঠোঁটে কথা বলে দুইটি চড়ুই ...
কে কার বাহির-জন কে কাকে লতার মতো জড়ায় আপন !
কী কথা উহারা বলে
কে যে কার আন্তরিক সই ...!
আমাকে প্রশ্ন করে আমারই গোপন
কী নিবিড় ব্যথা টনটন
হৃদয় উপুড় করে ঢালছে ইথারে ...
কে যে কাকে প্রাণে ধরে
কে যে কার পথ চেয়ে সাত জন্ম তারা গুনে কাটিয়েছে রাত !
এসবে নাকাল হয় কবির হৃদয়
আমি শুধু কান পেতে রই...
ক্যায়া বাত্ !
ঠোঁটে ঠোঁটে মন ঢালে দুইখানি বিরহী চড়ুই ...
যে যাবার যায়
আমি তো লিখিনি প্রণয়ের এপিটাফ
সাঁতারও কাটিনি ভোগের অন্ধকূপে
রূপসাগরের ঘোলাটে লবণজলে
আমি তো দিইনি তুমুল মরণঝাঁপ
যে যাবার যায় যে আসার কাছে আসে
জীবন হয়তো মাদারির গূঢ় খেল
অন্ধ পাখিও ঝড়ের পূর্বাভাসে
জোয়ারে ভাসায় হৃদ্-কথা উদ্বেল
যা ভাসে ভাসুক যা ডোবার যাক ডুবে
সময়-ই সারায় গভীর মনস্তাপ
পথ অনন্ত , পথেই ছড়ানো দিশা
আমি তো লিখিনি প্রণয়ের এপিটাফ
**********************************************************
আহা বড় ভালো লেখা
উত্তরমুছুনঅসামান্য লাগলো দুটি কবিতাই। স্বরবর্ণ-এর কাছে ঋণী রইলাম। কবিকে জানাই অশেষ অভিনন্দন।
উত্তরমুছুন‘কী কথা উহারা বলে ’
উত্তরমুছুনমচড়ে মরা যন্ত্রণা'রা ঠাঁই পেয়েছে কবিতায় ।ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরকম কবিতা পড়ার জন্য আরো একটা প্রেমিক জন্ম চাই ।