রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্বনাথ পাল





বিশ্বনাথ পাল-এর একটি কবিতা 


যে শহরে 


যে শহরে কাছের না হলেই দূরে চলে যেতে হয়

সেখানে পাঠাও দূরে, দূর থেকে দূরে

দামোদর থেকে আত্রেয়ীর তীরে।

দিনশেষে যেন খুশিতে আচমন সেরে নিতে পারি, 

প্রতিটি অশুভ আঁতাতের চোখে যেন 

রেখে যেতে পারি চোখ, তুমিও হে জেনে যাও 

আমার আনন্দ কেড়ে নেবে

এমন মুঠোর রহস্য তোমার অধরা 


****************************************************************



বিশ্বনাথ পাল


কাব্যগ্রন্থ 

বিজ্ঞাপনে বলা নেই  *  যারা দুধের ব্যবসা করি 

ব্যথাকে করেছি সামাজিক * সন্ধিপ্রস্তাব 

উপন্যাস 

জলে লেখা  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন