রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

খগেশ্বর দাস



কবি খগেশ্বর দাস -এর দুটি কবিতা 


সীমানা

                                

বনস্থালী পার হয়ে দুর্যোগের সীমা পেরুনোর কথা ছিল

তারপর বহুরূপী নাচের আসর 

কলকে ফুলের বাগান থেকে ব্রহ্মাণ্ড জরিপ শুরু

পাপড়ির হলুদ রঙে বিচিত্র ভূবন 

শৈলচূড়া থেকে যে প্রবাহ সাগরে মিশেছে

এ জীবন শুধুমাত্র তাকেই শোনাতে পারি । 


ধানক্ষেতের পাহারায় শ্রমের অঢেল খতিয়ান

তবুও শীতর আগে ধান কাটে লেঠেল বাহিনী

আরও আছে অবৈধ দখল, গুপ্ত চলাচল 

ঘুড়িকে বলেছি তাই বিপদ সীমার ওপরে উড়ে যেতে




    








প্রতিবন্ধী আকাশ

বৃষ্টিহীন মেঘের বলাকা ধূসর আকাশে

ঝরে না আনন্দ গান

তীব্র অভিমান ডেকে আনে বৃষ্টিবীজ

স্নানার্থী নাগরী মন নদী স্পর্শে কাঁপে । 


আকাশে প্রকাশ্যে ঝরে জলীয় প্রহর

পরিতাপ দ্রোহ বসন্ত বাতাসে

চৈত্রের ভেলায় ওড়ে …


**********************************************************



খগেশ্বর দাস

জন্ম -১৯৫৬ শিক্ষা- এম. এস. সি. , পি. এইচডি. পেশা - অবসরপ্রাপ্ত অধ্যাপক কাব্যগ্রন্থ - ১. নিজস্ব পালক  ১৯৯৭ বইমেলা ২. স্নানঘরে নিম ফুলের গন্ধ ২০০৭ বইমেলা ৩. জ্যোৎস্না জরিপ ২০১০ বইমেলা ৪. হৃদয়ে অনন্ত নীল ডানা ২০২১ জানুয়ারি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন