রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

অয়ন হালদার


 


কবি অয়ন হালদার-এর দুটি কবিতা 


তোমার ছায়া


আঁধার বাবলার শরীর থেকে খসে পড়া 

অভিমানি বাকল কুড়িয়ে নিও তুমি

কিন্নরলোক সরোবরে রেখো

যেখানে বলকা মায়াবী, লাবণ্য

যেখানে মাটির বসন্ত কোকিল কুজনে রাঙে… 

সেই গোধূলি দুয়ারে বোসো

আমি তোমায় আঁকবো













ছেলেরবেলার গল্প


অহরহ শান্ত কুঁড়ি আহ্বান জানাই নবীন ভ্রুপল্লব

যত অজস্র বুদবুদ সমুদ্রের- 

ধূমকেতুর প্রাণের মতো এগিয়ে আসে

ক্লান্ত কালপুরুষ পৃথিবীর শেষে বিশ্রাম করে 

অশ্বত্থের বুকে যতো কানাকানি ছেলেবেলা, 

আস্ত এক টিমটিমে বন্দী।


*************************************************************



অয়ন হালদার

২০০৪ সালের ১৪ এপ্রিল জন্ম মামজোয়ান নামক গ্রামে। বর্তমানে মাজদীয়া কলেজে ভূগোল বিভাগে স্নাতক পাঠরত। লেখালেখি ও বই পড়া নেশা।


1 টি মন্তব্য: