কবি সপ্ না সাহা-র দুটি কবিতা
এই বাড়িতে ভালোবাসা লুকানো আছে
একলাটি আনমনা হয়ে আছে এ মন
আরো একটু একলা হয়ে একটা চেনা
অপেক্ষায় এ জন্মটা না হয় কাটিয়ে দিলাম---
তবুও জানি এই বাড়িতে ভালোবাসা লুকানো আছে---
এই বাড়িতে এক চিলতে আকাশ লুকোনো আছে---
গাছের ভালোবাসা ,পাখির ভালোবাসা,
এখানেই লুকানো আছে---
এই বাড়িতে আমার ত্রিশ বছর আগের প্রেম-প্রেম
কৈশোর থেকে যৌবন লুকানো আছে---
একটা হারিয়ে যাওয়া শৈশব একটা বড় হয়ে
যাওয়া আমি--- এই বাড়ির আনাচে-কানাচে গন্ধ
মেখে আছে---
এই বাড়িতে ভালোবাসা লুকানো আছে।
আত্মপ্রকাশ
রাশি রাশি মাত্রাহীন অন্ধকার---
অনাবিল সান্ত্বনা মেখে বোধহীন কিছু মানুষ
স্বর্গের রাস্তা পেয়েছে ভেবে হেঁটে চলেছে ----
সামনে তাকালে ছেঁড়াখোঁড়া সময়---
পেছনে তাকালে অসুখ হাটু গেড়ে বসে
একে একে গুনে যাচ্ছে মৃতদেহ---
শব্দশূন্য এ এক অদূর
এভাবেই আমাদের হাতছানি দিচ্ছে---
আর
ভিন্ন ভিন্ন অপহরণ ,ভিন্ন ভিন্ন সময়কে
রোদ চশমায় ঢেকে দিচ্ছে---
যেখানে শৈশব কেড়ে নিয়ে একটা পুরানো আলোর নিচে
দাঁড় করিয়ে কে যেন বলে দিচ্ছে
এর পরবর্তী অজানা- অচেনা সময়টাই
তোমাদের ভবিষ্যৎ ---
যেখান থেকে সবকিছু শুধুই বাঁকা দেখায়---
যেখানে অন্তঃসারশূন্য সময় শুধুই
মাত্রাহীন অন্ধকার পুষে রাখে---
***********************************************************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন