শনিবার, ৮ জুলাই, ২০২৩

অণুগল্প * শর্বরী চৌধুরী



অণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি ----


অভাব

শর্বরী চৌধুরী 

রুনা আর নীলেশের মধ্যে দীর্ঘদিন ধরে তিক্ততা চলছিল। সন্তানহীনতা নিয়ে চাপা অশান্তি তো ছিলই। তার সঙ্গে নীলেশের নারীসঙ্গ, অতিব্যস্ত কর্মজীবন সব মিলিয়ে চরম একাকীত্বে ভুগছিল রুনা। অবশেষে রুনা সিদ্ধান্ত নিল বিচ্ছেদের। সেদিন সন্ধ্যায় নিজের সিদ্ধান্ত জানাবে বলে রুনা বসল নীলেশের মুখোমুখি। রুনা বলতে শুরু করল- কী দিয়েছ তুমি আমায় ? না দিতে পেরেছ সন্তান, না একটু সময় ! অফিসের কলিগদের ডেকে এনে পার্টি,  মদ খাওয়া, হল্লাবাজি, একটুও শান্তি দাওনি আমায় ! 

নীলেশ অদ্ভুত একটু হাসে। তারপর মৃদুস্বরে বলে-তুমিও একটা জিনিস দাওনি আমায় ! 

_কী?

_ভালোবাসা।  









***************************************************************************************************



শর্বরী চৌধুরী

 সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপিকা। আজকাল, কবি সম্মেলন, অনুষ্টুপ, আদম প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশিত। তিনটি গল্পের বই, একটি প্রবন্ধের বই ও তিনটি কবিতার বই--- মায়াঘর-প্রকাশক ধানসিড়ি, মখমলের ইস্তেহার -প্রকাশক পাঠক, অন্ধের সাইকেল ভ্রমণ -প্রকাশক আদম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন