কবিতাগুচ্ছ * তপন পাত্র
রক্ত
মাছ কাটার সময় কিছু মনে হয়নি
বটিতে রক্ত দেখেও না
রান্না করা মাছ যখন ভাতের পাতে
তখনও না
গলায় কাঁটা ফুটলো
রক্ত বেরিয়ে আসতেই
বটিটির ধার অনুমান করলাম।
মধু
কামিনীতে মধু আছে
কাঞ্চনেও
নিমফুলেও মধু আছে
মৌমাছি জানে।
ভোগ
ভোগের জন্যও
আদর আপ্যায়নে জিয়িয়ে রাখতে হয়
দেখতে হয় প্রাণটা খেলছে কি না
কে আমাকে বাঁচিয়ে রেখেছে
কার ভোগ...?
কাঠবিড়ালি
গাছের গোড়ার দিকে তাকালাম
এবং
ডোগার দিকেও
আমার ভিতর কোন কাঠবিড়ালি জেগে নেই।
রক্ত দৌড়ের মতো
৯ -কারটি লাফিয়ে বুলছে।
বাঁশ
পড়ে আছে
রাখাল চাইছে গরু বাগালির লাঠি
মহিলা বলল ফুঁকনল বানাবো
ডোমও দাঁড়িয়ে আছে
কানু ছাড়া গীত নাই
সবার চোখের সামনে বুকে উঁচিয়ে গট্ গট্ করে
পালালো রাধিকা।
লজ্জা
ব্লাউজ ছিঁড়ে গেছে
আঁচলটিও ছেঁড়া
প্রতি ঝুড়িতেই একবার লজ্জা বেরিয়ে আসে
মাটি না তুললে খাবো কি ঠাকুরপো
তোমার দু'চোখ দুর্গুঞ্জার মতো
ছাড়িয়ে ফেলতেও গা করে না।
জিওল
১৮ঊর্ধ্ব আমরা সবাই
এক একটি জিওল মাছ
বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝেই হাঁড়ির জলে
হাত নাড়ছে ধীবরের মতো
আর অজান্তেই
চাকা চাকা করে কেটে নিচ্ছে
লেজের দিক থেকে।
মান
ফুঁ জানলেই বাঁশি
তা না হলে বাঁশ
মান ও হুঁশ না থাকলে
উল্লুক।
*****************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন