শনিবার, ৮ জুলাই, ২০২৩

সুধাংশুরঞ্জন সাহা



মেঘ 

সুধাংশুরঞ্জন সাহা


আসন্ন গোধূলির ফুরিয়ে আসা আলোয় 

টুকরো টুকরো মেঘ ভেসে আসে

ম্লান হয়ে আসা সম্পর্কের বারান্দায়।


রাত্রি ক্রমে গাঢ় হয় ...


আমার বুকের মধ্যে পুষে রাখা

আস্তাবলের ঘোড়াদের বেহিসাবি ঘরসংসার

হাসি কান্না অভিমান জেদে সোচ্চারিত হয়

রাতের অবশিষ্ট প্রহর।


এবং গচ্ছিত আয়ুরেখায় অন্যমনস্কতা গাঢ় হয়।










******************************************************************************************************

 


সুধাংশুরঞ্জন সাহা

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০  ইত্যাদি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন