শনিবার, ৮ জুলাই, ২০২৩

আশিস মাইতি



আশিস মাইতি * দুটি কবিতা 








দ্রোহ কালে যত

দ্রোহ কালে যতো পুড়েছি, ছুটেছি…

অন্তহীন খাদ দেখেছি, গভীর…

ভীষন! কি বিষম সে অন্ধকার! 

সিঁড়ি তো নেই, ধানসিঁড়ি নদীর? 


সম্পর্কের সানাই অণিক বিঁধেছে

ইমনের সুরে, মাৎসর্যের মোহ!

শেকলই ইতুকথা সংযোগের,

শুধু, বিশ্বাস সহায় – জীবনের।


কৌশিকী ব্রতে বিবস্বান ভোরাই

পারাপার পারে। মঙ্গল আকুতি

প্রকৃতি শুধোয়। নিখাদ অক্ষিকোন,

জল, অনন্ত জল, কলস পত্রে!












হে প্রেম, সৎ হও

" O love, let us be true

  To one another. "


সমুদ্র কিনার বালু চিক চিক 

ঝল্লরি কাঁপে পূর্ণিমা সারারাত।

উজানের জলে ফুলকির কনা,

হৃদয় জরিপে প্রতীতি প্রপাত। 


প্রাকৃত ফাগুনে জেগে ওঠে দ্বীপ,

দোঁহা লিখি বসে প্রিন্সেস ঘাটে ঃ

চির প্রেম তুমি, আদিম স্মারক 

ফ্রেস্কো আঁকি এসো প্রাচীরের পটে।


ধুয়েছে শ্রাবন বিলাসী আভাষ,

সময়ের স্রোতে হিসেবী করেছো।

বড়ো সাধ হয়, পেছনেই ফিরি! 

স্মৃতি আয়ু পথে অমর থেকেছো! 


************************************************************************************************



আশিস মাইতি

জন্ম স্হান পূর্ব  মেদিনীপুরের বালিঘাই সন্নিহিত সাহাড়দা গ্রামে। অন্তরমূখী জগতে বিচরন করেন বলে মানুষ, সমাজ ও দর্শন নিয়ে ভাবতে ভালো বাসেন।  কর্মসূত্রে কলকাতায় থাকা। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। কবিতা পড়া, ভাবা ও গান শোনা ভালো লাগে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন