শনিবার, ৮ জুলাই, ২০২৩

গুচ্ছ কবিতা * স্বপন নাথ



কবিতাগুচ্ছ * স্বপন নাথ 







পথ ভাঙলে

ঠেকছি ।

এ-ঠেকে , ও-ঠেকে,সে-ঠেকে ।

ঠেকে ঠেকে দমিত বেগ

ক্রমশ দমকা বেরিয়েছে পথে 


ঠেক ভেঙে গেছে ।

ঠেক ভাঙলে পথ

পথ ভাঙলে পৃথিবী

পরে দেখি পড়তির দিকে ধূসরতা ঠেকে - - -।

স্পৃহা দিয়ে বাঁধ খোকা ওকে ।


এখন চতুর্দিকে

তেচোখো মাছের আঁশ

লেগে থাকতে দেখে ;

যদি সাফাইয়ের হাত ওঠে !

দীপকাত রাতগুলো আঁশবিম্বে ফোটে ।

ঘর আলো হয়

ঠেকে ঠেকে জীবন বেঁচে বর্তে ওঠে।



তোমাকে মুছে ফেলতে

অলিখিত,যুক্তিপরম্পরা ; কাকতালীয়

তবু আর্শি রাখো শ্রবণা পর্শুকায় ।

দৃষ্টি ঘুরিয়ে নাও নিতলে 

দেখবে ষড়যন্ত্র - - -

সর্বত্রই তার ফিসফিসানি আওয়াজ ।

তার চোখ কান মুখ ভ্রূ -কুঞ্চন

তত স্পষ্ট নয়। অস্পষ্টও যে খুব

তাও নয়। তবে কথা বলে আরাম

পাচ্ছো না । তিষ্ঠতে পাচ্ছো না ।

বলবে যে , ' আবার এসো কিন্তু 

আকাশ গগন পায় কবে , দেখি- - -'

বলতে পাচ্ছো না । 

তোমার সৌম্য ভাবটা আর সৌম্য থাকছে না ।

বাজা থেমে গেছে । যেন তোমাকে মুছে

ফেলার পিরিতি ধায় ধায় মহোৎসব

তোমাকে অতিষ্ঠ দেখতে ধেয়ে আসছে অতিষ্ঠরা সব ।











বলা হয় না

তোমার কথাই বলবো ভাবি ,

বলা হয় না ।


বলবো বলে ভোর কুয়াশায় 

সকাল সকাল পাঠ 


একার গলায় ভরসা রাখি না ।

পৃথক দশটা ভরসা ঢিল সঙ্গে রাখি ।


ঈশারা যে দিকেই ফুটুক সূত্রধরের পাপড়ি খুঁজি ।

মঞ্চে উঠে আলটপকা অন্য ধ্বনি ।


জলের কব্জা , যে ধর্মটা আগুন নেভার

বলা হয় না ।


বলার আগেই মেঘলা আকাশ জলের গ্রাসে ।

বৃষ্টি শেষের একফোঁটা জল

পাতার কোণায় হীরক যাচে


গড়িয়ে চলা জলের মোহ জলকে গ্রাসে - - -



জল যেমন

যারা আসে 

যারা যায়


ঘন বসে

ঘন নেয়।


যারা ছিল

যারা থাকবে 


দূর কাছে এলে

তারা দূর নেয় ।


বলি  তর্জনী

কাল  মধ্যমা


ব্রতী পাওনি ?

ছায়া মচকায় ।


ঘন  কব্জায়

জল  চলকায়


সাপ লুডো খেলে

রং ছাই ছাই ।


কেউ মই নেয়

জল ধমকায়


খই  আলো হয়

জল চমকায় ।



মতি

রোদ্দুর লাগছে গায়ে । আবারও রোদ্দুর - - - 

সেই কবে পরশ লাগিয়ে সরে পড়া ;

আভাসে ইঙ্গিতেও অশিষ্ঠ ।

তখন রোম ওঠা , পায়ে পায়ে ক্ষুর ।

ফোটন ফোটন নেবার গ্রাহ্যতা ছিল তখন ।

আরো আরো ফোটন নেবার তীব্র আকূতি ।

তারপর হঠাতই বেমক্কা । ডুমুরের ফুল ।

কত খুঁজেছি ! 


আর আজ , আবারও রোদ্দুর - - -

রোদ্দুর লাগছে গায়ে  , যখন ক্লোরোফিলে আগুন ।

তেজ মেখে নেবার মতো তেজ নেই আর ।

নিজস্ব নির্মাণেও নেই মতি ।

বলি , ' এ তুমি কেমন রসিক ?'

নখে দু-খান করার কালে কত ডেকেছি


আজ ,আমন্ত্রণ ফেরানোই মেতে উঠি - - - ।


*********************************************************************************************************



স্বপন নাথ 

পিতা : বলাই চন্দ্র দেবনাথ।মাতা:শ্রীমতি মায়া নাথ।গ্রাম-বেটিয়ারী, ডাকঘর- নলপুর,  থানা-সাঁকরাইল, জেলা- হাওড়া,পেশা- শিক্ষকতা ।
নেশা-লেখা , মূলত কবিতা ও প্রবন্ধ ।
প্রকাশিত কাব্যগ্রন্থ : আটটি। প্রথম প্রকাশ (2006)বাতুল বালিয়াড়ি। পর্যায়ক্রমে মৃত্যুজপ শীলিত পরিক্রমা, চন্দ্র হলো না,সেই হরিণী যেই হরিণী, দ্বীপজন্ম, আয়াত পেরনো জল, গ্রহণ,   প্রভৃতি । সবকটিই শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের তদারকিতে প্রকাশিত । প্রকাশিতব্য "ছিপ ধরা প্রহর "2022কোলকাতা বইমেলা ।
"আয়াত পেরনো জল" কাব্যগ্রন্থটি 2020 অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কারে মনোনিত হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক আবৃত্তি বিভাকর সম্মানে ভূষিত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন