প্রদীপ ঘোষ * একটি কবিতা
উপলব্ধি
আজকাল,
প্রতিটি দিন বড় তাড়াতাড়ি নিঃশেষ ;
শীতের বিকেলের মতো ঝুপ্পুস্ নিভে আসছে....
একটি একটি করে ঝরে পড়া ফুলের পাপড়ির মতো।
ফলতঃ প্রারব্ধ ও কর্মের মিলিত অনুষ্টুপ আভাসে -
নগ্ন রোমশ আকাঙ্ক্ষার প্রখর পরাগ উন্মোচিত।
স্মৃতিকথা আসলে-ই
জীবন মৃত্যুর মাঝে travelogue, ভ্রমণকাহিনী
শুরু আর শেষের খড়ি-র আলপনা।
বিক্ষিপ্ত ঘাসের আংরাখা-র বাথান পেরিয়ে আসা
সময়ের আঁচড়ে ধূ ধূ বিজন আলপথের আঁকিবুকি
জীবন একতরফা উড়ালে
অচিন নীলকন্ঠ পাখি।
আজকাল,
অনেক দূর থেকে আসা যে ফুলের সুবাস পাই
মৃত্যুগন্ধী পারিজাত ফুলের গন্ধ, বোধ এমনটাই।
গং; মনসংযোগে যত জোরে অনঘ ঘণ্টা বাজাতে থাকি
শব্দ আমার কাছ থেকে তত দ্রুত দূরে চলে যায়, একি!
আজকাল,
প্রত্যেকটি ডিসেম্বরে আমিও গাছের মতো পর্ণমোচী
তবে যার আর কোনো কিশলয় উদ্গত হবার-ই নয়।
নূতন বছর উদযাপনের ৩১-শে ডিসেম্বরের মধ্যরাত,
আমার জন্মদিন আর অনাগত উজ্জ্বল ভবিষ্যতের নয়
শুধুই অনিশ্চিত দিন গণনার কথা ভাবায়।
এই যে অপসৃয়মাণ গং এর শব্দ -
শুনতে পাওয়া ! আসলে এক নির্মোহ আর্তি।
আমি শুনতে পাচ্ছি, ঝরা পাতা-র মর্মরে
শেষে-র পদধ্বনি, ....নিজের-ই....
************************************************************************************************
'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।




'স্মৃতিকথা আসলে-ই /জীবন মৃত্যুর মাঝে travelogue, ভ্রমণকাহিনী/শুরু আর শেষের খড়ি-র আলপনা।'--- সুন্দর
উত্তরমুছুন