শনিবার, ৮ জুলাই, ২০২৩

প্রাণজি বসাক



প্রাণজি বসাক এর কবিতা 

নার্সিং 


কাউকে বলি না গোপনে শেখা বিনম্র প্রতিবাদী ভাষা 

উন্মুখ চিলেকোঠা উড়ন্ত মেঘকে ডেকে নেয় ইশারায়

হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক প্রত্যাহার জানালা বন্ধহয়

কামকাজহীন চুড়ান্ত ভাষা প্রয়োগ অযথা ভেস্তে যায় 

কলেজগেটে দাঁড়িয়ে শিফ্টডিউটি শেষে ওড়াও রুমাল 

ইউনিফর্মের ব্যাচে নিটোল বুকে লেখা নাম অনামিকা 

আজ প্র্যাকটিক্যাল ছিল প্রেম কাঁটাছেড়া আরসেলাই 

তুমি নিপুণ কৌশলে সূচীকর্ম সেরে জমা দিলে - প্রেম

আষাঢ়ের প্রথম বৃষ্টিতে ভেজা রিক্সাচালকের নগ্নপিঠ

ভাপ ওঠে নাকে আসে মানুষের গন্ধ তুমি হও বিশ্বাসী 












***********************************************************************************************



প্রাণজি বসাক 

পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে রাজধানী দিল্লিবাসী প্রায় ৪৩ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই।

খোলবাদক পিতা ছিলেন তার কবিতার প্রেরণা। মূলত লিটম্যাগের কবি। কবিতা ছোটোগল্প অণুগল্পে তিনি স্বতঃস্ফূর্ত। দেশবিদেশে বহুবার সম্মানিত। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন।

রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পুরস্কার,তিনবাংলা সম্মাননা  উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনটি পত্রিকা এবং দুটি কাব্যসংকলন সম্পাদনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২২ টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন