দীপঙ্কর সেন * দু'টি কবিতা
প্রত্যাশা
অবিরত ছায়া ধোয়ার পর
সৌন্দর্য আরো উজ্জ্বল হলো
ছায়া অনাবৃত থাকে বলে
যৌবনও ঘনিয়ে থাকে বড় বেশি
রেশমের মতো অগোছালো চুল
ছুঁয়ে আছে গহীন নিতম্বদেশ
মায়াবী অন্ধকার ঘিরে আছে
শাল ও শিমুলের ঘন বন
তোমাকে দেখেও যে লোকটা চলে গেল
তার ঘরে কে দেবে খবর
তুমি আমি না কি
স্বয়ং ঈশ্বর
আমার জন্য
তোমার বিভাজিকা
জানি আমার দুঃখের কথা
শোনার জন্য উন্মুখ হয়ে থাকে
তোমার অবয়ব
রক্তহীন হলেও
জানি আমাকে গান শোনাতে চায়
তোমার স্রোতস্বিনী ঠোঁট
পরাগ মিলনের স্বস্তিতে
জানি আমাকে গভীরে নিতে চায়
*************************************************************************************************
দীপঙ্কর সেন
লেখার জগতে প্রবেশ ৮০র দশকে। জীবিকার ব্যস্ততায় ৯২-এর পর দীর্ঘ ছেদ।
আবার লেখা শুরু ২০২০ সাল থেকে।
কবিতা, কবিতা বিষয়ক গদ্য, লোক সংস্কৃতি, নাটক ও অন্যান্য নানা বিষয়ের প্রতি আকর্ষণ এবং লেখার সূত্রপাত।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন