শনিবার, ৮ জুলাই, ২০২৩

মানসী কবিরাজ



মানসী কবিরাজ * দু'টি কবিতা








চিরসখা এবং ফিনিক্সের গল্প 

আমার কোনও বাইশে শ্রাবণ নেই প্রিয়  , নেই  পঁচিশে বৈশাখ

মনিবি পাঁচিল জুড়ে শুধু  , থকথকে 

থকথকে  শ্যাওলার চাষ ।

ফ্রকের ঝুল কেন হাঁটু গড়িয়ে নামেনি নীচে ?

এতো হাসি এতো গান আসে কোথা থেকে ?

বিবাহিত বুঝি ! 

সিঁথিতে সিঁদুর নেই  ,  নেই শাঁখা ও নোয়ার ঝংকার

নামের শেষেও নেই  স্বামীর পদবী !

এদিকে  মেহফিলে ,  প্রচণ্ড উদ্দাম পাতিয়ালা পেগ

এক নিমেষে নেয় গিলে ! তার উপরে

 সাহিত্য ভালবাসে   । এমন মেয়েকে 

কেন যে চড়ায় না শূলে !  কেনই বা খাঁচা খুলে রেখে , 

ছেড়ে দেয় মুক্ত আকাশে !

বেঁধে রাখো । পুড়িয়ে ছাই করো তার ডানা

আলোর জলসায়  , তার ওড়াউড়ি জেনো

একেবারে মানা ।


মেয়ে তাই নিভিয়েছে আলো  । কালো সে যতই 

কালো হোক ,  দেওয়ালের গায়ে আঁকা 

ছায়া লুকোচুরি । সেখানেই খুঁজে নেয় 

সবটুকু ভালো । 

 তবু  তার  বন্ধ গরাদ ডিঙিয়ে  , নিজেই হেঁটে আসে

 ভুবনডাঙার ঐ অনাবিল তরতাজা মাঠ  ;

শিকল পুড়িয়ে পুড়িয়ে  মেয়ে 

 ছাই থেকে তুলে আনে  সহজের পাঠ ……













খোঁজ

প্রখর আলোর তাপ নিভু নিভু হলে

ভুলি সব অহং এর কালো

মুছি ঘৃণা 

মুছি বিদ্বেষ

খড়কুটো কুটো কুটো হয়

আঙুল কাঙাল ;  সমস্ত তলানি নিকিয়ে

ভুলে যেতে চায়

 সতর্ক মিথ্যের ভান

শীত নামে ,

নামে শীত 

প্রগাঢ়  চাদর বিছিয়ে ;

তবুও অবোধ এই বলিরেখা  দাগ

এই সব 

নিদারুণ শৈত্য প্রবাহ , চাতাল ফাটিয়ে

উপশম  

খোঁজে

খোঁজে

আহির ভৈরবে মাখা সুপ্ত প্রদাহ



************************************************************************************************



 মানসী কবিরাজ

জন্ম বহরমপুরে। পড়াশোনা মালদা এবং কোলকাতা মিলিয়ে মিশিয়ে। পেশায় সরকারি আধিকারিক। চাকরি সূত্রে  শিলিগুড়ি এবং  এখানেই স্থায়ী বসবাস।পছন্দ বই সিনেমা বাগান আড্ডা এবং ভ্রমণ। লেখালিখি বানিজ‍্যিক পত্রপত্রিকায়  এবং  লিটল ম‍্যাগাজিনে। প্রকাশিত কবিতার বই --পতঝড়  এবং অনন্ত সাঁতারের ক্লাস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন