তুষার ভট্টাচাৰ্য * দু'টি কবিতা
ভাঙা হৃদয়ের একতারায়
আবার যদি কখনও ফিরে পাই ভালবাসার
দিনগুলি রাতগুলি
তবে ভাঙা হৃদয়ের
একতারায় আর বাজাবো না বিরহগান
দু'চোখ থেকে মুছে দেব সব গোপন
অভিমান ;
অতীতচারী আমি স্মৃতির ভিতরে
নীরবে খুঁজে যাই
ডুরে শাড়ি পরা কিশোরীর
হিম জোছনায় ভেজা টলটলে
লাজুক মুখ, চুলের ঘ্রাণ l
মাটির ঈশ্বরী
অবশেষে কোলাহলহীন এই প্রাচীন জনপদে এসেছি
আমি এক নীরব রাত্রির পর্যটক,
ভোর হলেই সব ক্লান্তি শ্রান্তি মুছে চলে যাবো
একাকী নিরুদ্দেশ যাত্রায় ;
অভিমান নিয়ে আমার শ্যামলা বাউলানি
কোথায় চলে গেছে নীরবে
তাকে আজও তন্ন তন্ন করে খুঁজে যাই ওই ধান মাঠ,
জল জংলা, ধূ ধূ আলপথ, , সন্ন্যাসী তলায় ;
একদিন তার সাথে নিশ্চয়ই দেখা হবে
নিকোনো মাটির বাড়ি
সহজিয়া আখড়ায় ;
রাত্রির পর্যটক হয়ে আমি হেঁটে চলেছি
একাকী বাঁধন হারা আকাশের সীমানায় l
*************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন