শিবালোক দাস * দু'টি কবিতা
এক অনাথ চিরন্তন
টিলার উপর দিনটি তখন নির্বিকারভাবে দাঁড়িয়ে,
পাথুরে মুঠিতে তখন হয়তো ছিল না কিছুই অথবা
কোনোরকমে পেরিয়ে গেছি রেশম সুতোয় মোড়া
গাছেদের ভয়ানক মোচড়ানো হাত এবং পদযুগল।
কাদাপথ ঠেলতে ঠেলতে মনে হয় যে লগ্ন একদিন
আমার জন্মের উপর আঙুল তুলেছিল, প্রতিদিন
টেনে টেনে চড় কষাতো চুলের গোছা ধরে, তাদের
কেউ কেউ ছিলেন এক অনাথ চিরন্তন, কেউ কেউ
আবার ফেলে যাওয়া দাবার দান, যার মধ্যে বিস্তৃত
বন, যেখানে আঙুলের চালে ভেঙে যাচ্ছে পাড় এক
একটি পদে, সেখানে এক ফোঁটা জল পেতে পারি কি ?
রাগী সনেটগুচ্ছ
ঘরের কোণে মাকড়সা জাল
বুনলে ভাবি সমগ্র সৌরমণ্ডল।
খামোখা বসে নেই, ছেঁকে এনেছি ঝিনুক
শঙ্খ, তারামাছ, নোনা জল স্বাদ,
এক একটি বিন্দু কেমন মিশে যায় বুকে,
তাদের সান্ধ্যভ্রমণের কথা আজ মনে নেই।
স্নায়ুর নির্ভেদ্য গিঁট আঙুলে বসে গেলে
ঢেকে যায় সব অহোরাত্র যাপন,
বাড়ি ফিরে আসা রাগী সনেটগুচ্ছ
ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে।
ভ্রুণের চোখে একটি সকাল পড়ে আছে।
***************************************************************************************************
তরুণ কবি শিবালোক দাস-এর শৈশব কেটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে। বর্তমানে কলকাতার আই.পি.জি.এম.ই.আর. এবং এস.এস.কে.এম. হাসপাতালে এম.বি.বি.এস এর তৃতীয় বর্ষের ছাত্র। ক্লাস এইট থেকে কবিতা চর্চা শুরু। সাহিত্যকে ভালোবাসেন এবং আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেন। এখনও পর্যন্ত কোনও প্রকাশিত গ্রন্থ নেই।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন