শনিবার, ৮ জুলাই, ২০২৩

লিটন শব্দকর



লিটন শব্দকর * দু'টি কবিতা 








ফুল ও ভাতের ফরসা ভোর

সব ক্যাওস সার্কাস জ্ঞানে উপভোগ 

জীবনছুট ক্যাডবেরির গলায়মান দৃশ্য 

পায়ের দ্রুতিতে ঘামের ঢল 

লোলুপ কপাটের লোহায়


যেসকল ধারাবাহিকতা স্বপ্নের মতন-

ভুগোলের আনাচে ফুল

থালাকৃতি গদ্যকবিতা, ভাতের ফরসা ভোর












রিহার্সাল রুমে একটি হরিণ 

মহড়া নেই

রিহার্সাল রুমে একটি হরিণ 

শিঙে জড়ানো একটি পরিধান 

পাপেটকে দিয়ে যায়


সুতো লাজুক হয় রোঁয়ায় রোঁয়ায়

আলিঙ্গনের পরিমার্জিত নির্দেশিকা



***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র

1 টি মন্তব্য: