শনিবার, ৮ জুলাই, ২০২৩

মনোজ বাগ



মনোজ বাগ * দু'টি কবিতা








ফরিস্তা , অবধূত , মায়াবী পরী ...

দূর্ভাগ্য ধেয়ে আসে বিধ্বংসী আয়লা ,

কখনো আম্ফান - হুসহুস - আরো কত নামে ।

এই অকালেও সৌভাগ্য তবু মাতৃসদনের একটি একটি নবজাতকের কান্না !


আস্টে - পিষ্টে বাঁধা একটা ছকে ধরা হয়ে আছি  ।

হাতে দড়ি , পায়ে বেড়ি ,

বেঁচে-বর্তে যে আছি -- এই ভালো ।

সবকিছু শেষ পর্যন্ত দেখার জন্য এই বেঁচে থাকাটা ভীষণ জরুরিও ।


ধুলো - ময়লা - বালি - কাঁকড়ের মতো পড়ে থাকা একটি একটি জীবন  -

তাতে প্রাণের একটু আধটু সাড়া যে নেই , তা নয় ।

আপাত দেখায় মনে হতে পারে স্থির কোন জলছবিই ...


দূর্ভাগ্যের সব কটি আভাস প্রবহে নিয়েও

বাতাস তবু যখনি বয় ,

আর ধূসর স্লেটের মতো মেঘেও ছিড়িক্ ছিড়িক্ করে জ্বলে ওঠে বিদ্যুৎ ,

বহুদূর থেকেও শোনা যায় বাজের বিকট আওয়াজ ,

যেন আতশ বাজির শব্দ ।


বিষম এই আবহেও নবজাতকের কান্নাগুলি যখন পরখ করে এই পৃথিবীর বাসযোগ্যতা --


নিছকই সাদমাটা কোন জাতক-জাতকী নয় -

দেখি , যেন একটি একটি ফরিস্তা , অবধূত , মায়াবী পরী

হাতে তাদের অদ্ভূত সব যাদুদণ্ড -

নেমে আসছে কোনো ঊর্দ্ধলোক থেকে - নিরন্তর ...


যে অমোঘ সূত্রে ওরাও একদিন গাঁথা থাকবে এই জনজীবনে ,

আজ খুব নিবিষ্ট মনে খুঁজি তারই খেই ,

পরম স্নেহের আবেশে , আদরে , নিবিড় আত্মিকতায় ।


কান পেতে আছি  -

চরাচর জুড়ে বাজছে অজস্র শঙ্খের বিজয় সূচক ধ্বনি ।













মফস্বল

অকটবিকট সব শব্দে কান ঝালাপালা হলে

প্রাণ আইঢাই করে  -- যেন এই বুঝি খাঁচা ছাড়া হলো পাখি ।

হাতুড়ির এক একটা ঘায়ে মাথা ভেতরটা ঝনঝন করে উঠলে বুক ধড়পড় করে ।

গা গতর এত টাটিয়ে থাকে ...

নির্বিকার একটা মন তবু তার মতো করেই টিকে থাকে এটাই ভবিতব্য মেনে ।

সেই কবে থেকে দেখছি ।


দাদু ঠাম্মারাও এ সব নিয়েই থাকতেন । আজ আর নেই ।

জ্যেঠা-জ্যেঠি-বাবা-কাকারাও ক দিন আগেও ছিলেন -- আজ আর নেই ।


সকাল থেকে গভীর রাত পর্যন্ত

লেদের বাটালিতে ছুলে যেতে যেতে চিৎকার করে বস্তু

ড্রিলের ভ্রমরে ছেদা হতে হতে যান্ত্রিক স্বরে গোঙায় বস্তু ।

ভিটে আগলে পড়ে থাকা অসহায় মানুষ

দাঁতে দাঁত চেপে বেঁচে থাকতে থাকতে একদিন দেখে ,

কখন যেন সবই গা সওয়া হয়ে গেছে ।


সারাদিনের টুংটাং ঠুংঠাং দুমদাম ঘটাংঘট ..

কিচিরমিচির - কিচকিচ - টুই-টুই টুরুক্ ...


সন্ধ্যের মুখে মারবা রাগে খেয়াল গায় কেউ

তাকে বিলম্বিত লয়ে সঙ্গত দেয় আর একজন

এই সন্ধিপ্রকাশ রাগটির অদ্ভুত এক সম্মোহনী শক্তি  আছে ।


পরিশ্রান্ত মফস্বলের আবহে জেগে ওঠে কথাকলি

ঝিলের পানায় ফোটে হালকা বেগুনী রঙের ফুল

ছাতিমফুলের গন্ধে চারপাশ ম'ম করে ।

চড়ুই শালিক টুনটুনির মতো ছোট মাপের পাখিরা আজও এখানে আসে

দু এক দানা শস্যের খোঁজে --

ভাবলেই একটা অদ্ভুত প্রশান্তি মনে জাগে ।


জীবন যেখানে যেমন সেখানে তেমন ।

কথাটা প্রতিটি মুহূর্তই খুব মনে হয় ।


*********************************************************************************************



মনোজ বাগ

পেশায় ব্যবসাজীবী । কবিতা বেঁচে থাকার রসদ ; অনিবার্য এক ইন্ধনও । প্রিয় কবিতার গ্রন্থ : গীতা , ঈশোপনিষদ , গীতবিতান , আমিই মাটি , আমিই আকাশ (সুজিত সরকার) । কবিতা প্রিয় বিষয় হলেও সাহিত্যের প্রতিটি শাখাই টানে । সঙ্গীত ও চিত্রকলার প্রতিও প্রবল আকর্ষণ আছে । ভালো লাগে ভাবতে : আপাত যা কিছু -- এই সবই এক পরম সত্যেরই প্রকাশ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন