গোবিন্দ মোদক * দু'টি কবিতা
এ প্রেম …
কতবার যে তোমার এই দু’ঠোঁটে
চুম্বন করেছি — তা জানি না
কতবার যে পিটুইটারি গ্রন্থি উজ্জীবিত হয়েছে
তোমার স্তনাগ্র স্পর্শে — তাও মনে নেই
শুধু জানি সহস্র বছর ধরে
আমার যতো কামনা-বাসনা
নক্ষত্রলোক জুড়ে আবর্তিত হয়ে
তোমার ঠোঁট ছুঁয়ে ঝরে পড়ে
শরতের শিউলির পেলবতায়
সূর্যের সমূহ উষ্ণতা কোষে কোষে
যুগান্ত ধরে সঞ্চিত হয়
তোমার স্তনের আভাসমাত্র পেয়ে
গ্রহ-গ্রহাণুপুঞ্জ সাক্ষী —
এ প্রেম তোমার আমার
যা যুগ-যুগ ধরে
ঝরে পড়ে শরীরী আশ্লেষে
অথবা চাওয়া পাওয়ার বিপন্নতা জুড়ে।
অনিকেত সন্ধ্যা
জানা নেই কখন ঘর ছাড়তে হবে
তবু ঘর করি, গেরস্থালিও;
সময়কে ছুঁয়ে থাকি নিবিড় আমিত্বে।
জানি একদিন শিকড়হীন হয়ে
চলে যেতে হবে।
চলে যাওয়ার মধ্যে অভিমান,
স্মৃতিমেদুরতা অথবা পিছুটান —
কোনও কিছু থাকলেও
উপেক্ষা করা যাবে না হাতছানি;
বাকি সব থেকে যাবে প্রথামতো,
শুধু এক অনিকেত সন্ধ্যা
নেমে আসবে জীবন জুড়ে।
************************************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন