শনিবার, ৮ জুলাই, ২০২৩

গোবিন্দ মোদক



গোবিন্দ মোদক * দু'টি কবিতা







এ প্রেম …

কতবার যে তোমার এই দু’ঠোঁটে 

চুম্বন করেছি — তা জানি না 

কতবার যে পিটুইটারি গ্রন্থি উজ্জীবিত হয়েছে

তোমার স্তনাগ্র স্পর্শে — তাও মনে নেই 

শুধু জানি সহস্র বছর ধরে 

আমার যতো কামনা-বাসনা 

নক্ষত্রলোক জুড়ে আবর্তিত হয়ে 

তোমার ঠোঁট ছুঁয়ে ঝরে পড়ে

শরতের শিউলির পেলবতায় 

সূর্যের সমূহ উষ্ণতা কোষে কোষে 

যুগান্ত ধরে সঞ্চিত হয় 

তোমার স্তনের আভাসমাত্র পেয়ে 

গ্রহ-গ্রহাণুপুঞ্জ সাক্ষী — 

এ প্রেম তোমার আমার 

যা যুগ-যুগ ধরে 

ঝরে পড়ে শরীরী আশ্লেষে

অথবা চাওয়া পাওয়ার বিপন্নতা জুড়ে।











অনিকেত সন্ধ্যা 

জানা নেই কখন ঘর ছাড়তে হবে 

তবু ঘর করি, গেরস্থালিও; 

সময়কে ছুঁয়ে থাকি নিবিড় আমিত্বে। 

জানি একদিন শিকড়হীন হয়ে 

চলে যেতে হবে। 

চলে যাওয়ার মধ্যে অভিমান, 

স্মৃতিমেদুরতা  অথবা পিছুটান —

কোনও কিছু থাকলেও 

উপেক্ষা করা যাবে না হাতছানি; 

বাকি সব থেকে যাবে প্রথামতো, 

শুধু এক অনিকেত সন্ধ্যা 

নেমে আসবে জীবন জুড়ে।


************************************************************************************************



গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি  সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন