শনিবার, ৮ জুলাই, ২০২৩

রাজেশ গঙ্গোপাধ্যায়



রাজেশ গঙ্গোপাধ্যায় * দু'টি কবিতা







ভারসাম্য 

ভালবেসে ফিরে যাওয়া মানুষেরা পৃথক 

প্রজাতি


আসক্তি, তর্জমা, আত্মকেন্দ্রিকতা 

ইত্যাদিহীন


তাদের হারানোর ক্ষতমুখ থেকে ঝরে পড়া 

লালায় স্পষ্ট হয়ে ওঠে -


কে রাখার ছলে কতটা হারায় - এভাবেই 

ভারসাম্য রক্ষিত হয়, টলে যায়…











আয়না

আয়না  আত্মপ্রিয়তা শেখায়


রূপের স্বরূপ আদৌ চেনাতে পেরেছে!


প্রতারক, খুনী কিংবা বিশ্বাসঘাতকেরও 

নিজেকে দেখার চোখে ভুলের পরত এসে 

জমা হয়


ঢেউ এসে ভেঙে পড়ে, বালি সরে যায়, দাগ 

মুছে দিয়ে যায় পরবর্তী ঢেউ


অবস্থান কিছুতেই সত্যির স্মারক হয়ে উঠতে 

পারে না আজীবন


নিজেকে চিনি বললে কতটুকু চিনি - 

ভাবতে গিয়ে দেখা যায়


এখনো কয়েক গ্যালন অন্ধকার ছুঁতেই 

পারিনি


আয়না ও আলোর প্রণয়ে এইসব প্রকাশিত 

হয়নি বলেই


আজও আয়নার সামনে এসে দাঁড়ায় মানুষ!


************************************************************************************************



রাজেশ গঙ্গোপাধ্যায়

 রাজেশ গঙ্গোপাধ্যায় 'কবি' পরিচয়ে চরম অস্বস্তি বোধ করা একজন। কবিতার সঙ্গে রয়েছেন দীর্ঘকাল। অশেষ পাঠক সত্তার পাত্রটিতে কখন যে অধক্ষেপ হিসেবে জমা হয়ে উঠেছে কিছু শব্দ, শব্দবন্ধ, বাক্য...আর সেসব ছাপার অক্ষরে প্রকাশিতও হয়েছে 'দেশ', 'কৃত্তিবাস', 'ভাষাবন্ধন', 'ভাষানগর', 'পরবাস', 'বাংলালাইভ.কম', 'নবকল্লোল', 'বম্বেduck' প্রভৃতি এবং আরো বেশ কিছু পত্রিকায়...তখন কবিতার প্রতি আরও ঝুঁকে এসেছেন। একাকী মুহূর্তগুলোয় রণিত হয়েছে তাঁর ইশ্বরের অমোঘ পংক্তি -"শুধু দশটা মিনিট ভালোভাবে বাঁচব বলে পুরোটা শতাব্দী কত কষ্ট করে বেঁচে রইলাম"..


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন