পিঙ্কি ঘোষ * দু'টি কবিতা
কাঁটা তারের বেড়া
আমাদের মাঝে এখন কাঁটা তারের বেড়া
তবুও মাথার ওপর সেই একই আকাশ,
আমাকে স্পর্শ করা বাতাসে তোমার
নিঃশ্বাসের উষ্ণতা মিশে থাকে প্রতিক্ষণ।
সময়ের কঠিন সমীকরণে চিত্র পাল্টেছে-
তোমার জন্য রাজপথের গ্রীন করিডোর,
রেড কার্পেট আজ তোমাকে মাটি ছুঁতে দেয়না,
গণসঙ্গীতের সুর তোমাকে অভিবাদন জানায়,
আর আমি...
আজও সত্যের সন্ধানে তুষারযুগেই দাঁড়িয়ে।
ইচ্ছে পথ
অস্তমিত সূর্য নিয়ে গেল
একফালি প্রতিশ্রুতি মোড়ানো দুপুর আর
অকাল বর্ষণে সিক্ত হওয়া -
দুঃসাহসিক একটা বিকেল।
গোধূলির আঁচল ধরে রক্তসন্ধ্যা
এসে আকাশ প্রদীপ জ্বালে,
তুমি এক মনে উপপাদ্য প্রমাণের দৌড়ে সামিল।
তাইতো, আমি যখন ইচ্ছে পথের
সরল রেখা বরাবর হেঁটে চলি-
তুমি তখন দুই সমকোণের হিসাব করো।
********************************************************************************************
১৯৯৪ সালের ২৫ শে মার্চ কলকাতায় জন্মগ্রহন করেন। ২০১৫ সালে কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে দর্শনে এম.এ. পাশ করার সাথে সাথেই নিয়মিত কবিতা ও প্রবন্ধ লেখা অব্যাহত থাকে, প্রথম কাব্যগ্রন্থ "একমুঠো প্রেম", দ্বিতীয় কাব্যগ্রন্থ কবি তীর্থঙ্কর সুমিতের সাথে " চিহ্ন স্মৃতির অন্য পৃথিবী"। 2022 সালে তাঁর উদ্যোগে"বিশ্ব বঙলা সাহিত্য পরিষদ" স্থাপিত হয়, দেশের বাইরেও যথা - বাঙলা দেশ, প্যারিস, নিউজার্সি, সৌদি আরব এবং উত্তর আমেরিকার নিউইর্য়ক এর দেশ পত্রিকাতেও নিয়মিত লিখে চলেছেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন