মালা ঘোষ মিত্র * দুটি কবিতা
জল
-গ্লিসারিনে একটু জল দিলে
তবেই চকচকে হবে ত্বক,
ভুললে হবে গাছের ছায়ায়
পাতা পোড়ালে বিমর্ষ ধোঁয়া হয়,
অন্তহীন শূণ্যতা----
ভৈরবীসুরে ডুবে যায়,
এবড়োখেবড়ো পথ হাঁটতে
কি যে কষ্ট----
জলপিপি ডানা ঝাপটায়,
একটা গিরগিটি গাছের ফোকরে,
জমে গেছে শরীরের ব্যথা
তবুও ঠোঁটে নেই কোন কথা
কুহেলিকা---
চোখে টলটলে জল-----।।
কুয়াশা
অনুভব করতে ভালোবাসি গাছেদের মতন
শিকড চালিয়ে মাটি আঁকড়ে থাকি।
বন্ধু মানুষ বড্ড কম----
নিশ্চুপ হয়ে যায়,
টান থাকে কিন্তু বেহিসাবি
কুয়াশা এসে ভিড় জমায়
এলোমেলো কথা -----
হৃদয়ে কুন্ডলীপাকায় কান্নার,
কোনদিন কারো ভালো চাইনি,
তবে ঈশ্বরের কাছে এতো----
অশান্তি মনকে শান্ত করে না,
দুচোখে কেবলই অলকানন্দা-----
কথারা সব ভুল হয়ে যায়, থমকায়
সমান্তরালভাবে পার হয়ে যায়,
অসুখ এসে কড়া নাড়ে
বিষন্নতার স্রোতে ভাসতে থাকি---।।
*******************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন