স্বপ্নদীপ রায় * দু'টি কবিতা
বাঁচুক উৎসতাপ
আমি অন্ধ
কবিতা কামড়ে পড়ে থাকা ঝাঁপ
হাড়ের ভিতর আমার সমাধি
বৈশাখী সন্তাপ!
আমি ভস্ম
উড়ে যাওয়া মিলনবিহ্বল পরাগ
গোধূলির কাছে আমার ঋণ
সীমাহীন অভিঘাত!
আমি রক্ত
নদীর কলছন্দে নাভীর বেহাগ
পলিতে মজেছে শরীর আমার
শিকড়ে পূর্বরাগ!
আমি মৃত্যু
ফুরানো একটা খাতের হিসাব
সুরা ঢালো সুধা আমার পাত্রে
বাঁচুক উৎসতাপ!
এ দাহ
হাড় পুড়ছে
বৃষ্টি পড়েনি কতকাল
আকাঁড়া জৈব
কামড়ে ধরছে নুনছাল!
এ বাঁচা জল চায়--
এ বাঁচা মরণ চায়---
এ বাঁচা চায়--
নক্ষত্রের মতো একটিমাত্র
সৎকার।
হাঁটছি যেদিকে ঈশ্বরহীন ভিটে
হাঁটছি যেদিকে ছড়িয়েছে কিছু রোদের ছিটে
রক্তচাপে রক্তচাপে
গোটানো সাপের শরীরে
কালের আকাশ ভীষণ অন্ধকার!
*******************************************************************************************************


ভাল লাগল
উত্তরমুছুন