শনিবার, ৮ জুলাই, ২০২৩

স্বপ্নদীপ রায়



স্বপ্নদীপ রায় * দু'টি কবিতা







বাঁচুক উৎসতাপ

আমি অন্ধ

কবিতা কামড়ে পড়ে থাকা ঝাঁপ

হাড়ের ভিতর আমার সমাধি

বৈশাখী সন্তাপ!


আমি ভস্ম

উড়ে যাওয়া মিলনবিহ্বল পরাগ

গোধূলির কাছে আমার ঋণ

সীমাহীন অভিঘাত!


আমি রক্ত 

নদীর কলছন্দে নাভীর বেহাগ

পলিতে মজেছে শরীর আমার 

শিকড়ে পূর্বরাগ!


আমি মৃত‍্যু

ফুরানো একটা খাতের হিসাব

সুরা ঢালো সুধা আমার পাত্রে

বাঁচুক উৎসতাপ!









এ দাহ

হাড় পুড়ছে

বৃষ্টি পড়েনি কতকাল

আকাঁড়া জৈব

কামড়ে ধরছে  নুনছাল!


এ বাঁচা জল চায়--

এ বাঁচা মরণ চায়---

এ বাঁচা চায়--

নক্ষত্রের মতো একটিমাত্র 

সৎকার।


হাঁটছি যেদিকে ঈশ্বরহীন ভিটে

হাঁটছি যেদিকে ছড়িয়েছে কিছু রোদের ছিটে

রক্তচাপে রক্তচাপে

গোটানো সাপের শরীরে 

কালের আকাশ ভীষণ অন্ধকার!



*******************************************************************************************************


                                             

স্বপ্নদীপ রায়

জন্ম:৮ঐ আগস্ট --২২'শে শ্রাবণ,১৯৮৬_স্থান:বর্ধমান।শিক্ষা :বর্ধমান শহর। পেশায় দন্ত চিকিৎসক।সাহিত‍্যের প্রতি শৈশব থেকে অনুরাগী। কবিতা লেখালেখি হঠাৎই শুরু। বিগত তিনবছর থেকে টানা চলছে কর্মজীবনের বাইরে এই আত্মানুসন্ধান! সেই থেকে ধ্বনি আর চেতনার মাঝে বিচ্ছিন্ন কথামালাদের একত্রীভবনের এই নিরন্তর প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছে অন্তর।সাম্প্রতিক বহু ম‍্যাগাজিনে লেখালেখির বিষয়ে যুক্ত --কয়েকটি উল্লেখযোগ্য হল__"মান্দাস","ছায়াবৃত্ত","টার্মিনাস","স্বরবর্ণ"....প্রকাশিত কাব‍্যগ্রন্থ- আরুশি , বিসর্গ জীবন



1 টি মন্তব্য: