শনিবার, ৮ জুলাই, ২০২৩

জবা ভট্টাচার্য

 



জবা ভট্টাচার্য * দু'টি কবিতা






এলোমেলোকথামালা

 ১.

  কতোগুলো অচেনা কঠিন নীল দাগ,তালুর মধ্যে

  আঙুলের টান অজস্র  কথা লিখছে সাদা কাগজে।


  কাঠামো থেকে সব রঙ  মাটি ধুয়ে গেছে

  কালবেলার বৃষ্টিতে--

  বৃথাই খুঁজি দেরাজে  আতিপাতি আমাদের

  উন্মগ্ন  দিন,  স্বপ্নিল  শিশমহল।


  ভালোবাসার রাস্তা তৈরি করতে মঞ্চ হারিয়েছি

  ও  চাঁদ!!

  আর কতোদিন বাঁধব বলো অনুন্মোচিত  খেলাঘর!!




 









মাঝে মাঝে প্রত্নযুগ  থেকে  বাউল বাতাসে ওড়ে

ব্যর্থ  আঁধারের  ইতিহাস।

শালিকের ডানার মতো-- ধূসর শাড়ির আঁচলঘেরা

যৌবন  তরঙ্গ  নিয়ে

ম্লান চোখে, চাঁদ  ও  দিকশূন্যপুরের গল্প

শুনিয়েছি তো তোমায়,  বলো ?


 অথচ,  আজ তুমি  জিজ্ঞাসা  করো

---- কি  যেন  নাম   ছিলো  তোমার?


*********************************************************************************************




জবা ভট্টাচার্য

জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই  কলকাতায়। বিবাহ সূত্রে  উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত  সাজি, মান্দাস,  বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত  হয়েছে। নিজের  একটি কবিতা সংকলন  আছে "মাধুকরী  মন"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন