শনিবার, ৮ জুলাই, ২০২৩

অরূপ সরকার



অরূপ সরকার * দু'টি কবিতা








কবর

ধুলো জমে, স্তর পুরু হয় বইয়ের তাকে।

গ্লাসের নিচে জমা হয় কথার অধঃক্ষেপ;

মস্তিষ্কে চলে ঘটনার পদচারণা ,

তোমার বুক আসলে একটি ব্যক্তিগত কবর

যা তোমার কাছে অজানা...

শুয়ে আছে সেখানে তোমার পূর্বপুরুষ!













মৃত্যুর মেটামরফোসিস

ব্যথারও নিজের  পরিচিতি আছে ;

রয়েছে নিজস্ব সংবেদন!

চোখ শুধু সাড়া দেয় ব্যথার হিল্লোলে,

আছে জীবন আছে কর্মের নেমেসিস।

অতিবাহিত হতে হতে বলে যায়

আমার পদাঘাত দুর্দমনীয়,

আমি মৃত্যুর মেটামরফোসিস।



*********************************************************************************************



অরূপ সরকার

জন্ম --- ২৩ শে জুন ১৯৯৫  ইংরেজি সাহিত্যে গবেষনারত । বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত ।

শখ বলতে  বই পড়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন