শনিবার, ৮ জুলাই, ২০২৩

অভিজিৎ অধিকারী



অভিজিৎ অধিকারী * দু'টি কবিতা

 






আনাগোনা

হাতের তালুর মধ্যে আছে ভিটের গন্ধ

                                ছায়াদের অসুখ

ঘিরে থাকা শ্যামলতার আকর্ষ

শোনায় ভাটফুলের পংক্তি

না ফোঁটা লাজুক হলুদ ফুলের শীর্ষে

                   ফড়িংয়ের আনাগোনা

অবুঝ ঝরাপাতারা লেখে অসমাপ্ত প্রবন্ধ

আলপথ বেয়ে আসে ধানের গন্ধ

সীমানার বুক চিরে










আশ্রয়

রুগ্ন আশ্রয়ের নীচে

নিয়মিত বেড়ে ওঠে

আঙ্গুলের নখ, বারান্দার ঝুল, শ্বেতকন্ঠের ভাল


জং ধরে পাখিদের খাঁচায়


সেই আশ্রয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে

হাড়ির স্বচ্ছ জলে

নিভৃত হেঁসেলে


************************************************************************************************



অভিজিৎ অধিকারী

জন্ম : ৮'ই মে,২০০৫, বনগাঁ, উত্তর ২৪ পরগনা।চলতি দশকের তরুণ কবি। অপটু হাতে লিখে চলেছেন। কাব্যিক ভাবের স্রোত বয়েই লেখালেখি। সামান্য কিছু পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে, দীর্ঘ পথ বাকি। নিরলস ভাবে তার এই সাহিত্য ব্রত যাপন চলবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন