শনিবার, ৮ জুলাই, ২০২৩

সম্পাদকীয়



সম্পাদকীয় 

স্বরবর্ণ * ১৪


কিছুটা বিলম্ব হলেও স্বরবর্ণ * ১৪ আজ প্রকাশ করা গেল। বিলম্বের কারণ ইতিপূর্বে আমরা স্বরবর্ণের পাঠক-পাঠিকা, কবি-লেখক বন্ধুদের জানিয়েছিলাম--- সম্পাদকের অসুস্থতা এই বিলম্বের কারণ। তবে 'স্বরবর্ণে'র নিকটজনের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও প্রার্থনায় আবার সাহিত্য অঙ্গনে ফিরে আসা সম্ভব হল । চলার পথে শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে জীবন প্রবাহে ফিরে আসতে যেসব কবি- লেখক বন্ধুরা সাহস জুগিয়েছেন, পাশে থেকেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। উপলব্ধি করি, প্রকৃত ভালোবাসাই সমস্ত চিকিৎসার আশ্চর্য নিরাময়, যা পেয়ে সত্যিই আমরা ধন্য।


আগামী দিনেও বন্ধুজনেরা এভাবেই 'স্বরবর্ণে'র পাশে থাকবেন, আশা।













*******************************************************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন