শনিবার, ৮ জুলাই, ২০২৩

বিকাশ চন্দ



বিকাশ চন্দ * দু'টি কবিতা







নিজস্ব জবানবন্দী খোঁজে

নববর্ষের সালতামামি শুয়ে আছে বটের ছায়ায় 

নির্বোধ সময়ের শরীরে মরে প্রজনন কাল

আমরা পরস্পর বড়ই আপনজন নীরন্ধ্র সময়ে

ফুল পাতা ঘাসে ঢাকা স্তব্ধ নিরীশ্বর একক মগ্নতায়

একাকী শূন্য মেঘ শুনেছিল সবুজের হাহাকার 

মধ্যরাতের উষ্ণতায় বেজে গেছে গোপনে ইমন কল্যাণ। 


সকল স্বপ্ন ভেঙে গেলে আত্মার টুকরো শুধু

বুকে হাত রেখে শুনি মধ্য রাতের আনাড়ি ডাক

থোকা থোকা লাল শরীর জুড়ে কাঁটার অসুখ

তবুও অন্তরঙ্গতায় জড়িয়ে দেশ কাল মাটি 


অবেলায় জল মাটির স্বভাব ঘিরেছে জন্ম ঘর 

এখনও অভিশাপে ঝলসে যায় মানুষ নিহিত বিলাসে

উড়ে আসে ঝড়ো পাখি সন্তানের শব্দ স্বর খোঁজে 

আরও অনেক পাখি লাল নীল কালো সাদা প্রাণময়

অজ্ঞাত মমতায় ছোটে আশ্রয়ে মন্দির মসজিদ গীর্জায় 

মানুষের হাসি মুখে স্বরলিপি নিজস্ব জবানবন্দী খোঁজে 










অরণ্যের দ্রিমি দ্রিমি

হলুদ পলাশ জানে প্রাণে প্রাণ মানুষে অরণ্যে অঙ্কুরে

বাঘের সাথে লুকোচুরি বুঝেছিল কুশলী টোপ

বাঘ ছিল না ছিল স্তাবক শিকারী আড়ালে বাঘিনি 

উদ্ধত ক'জন যুবক বুক চাপড়ে আগুন জ্বালায়

অনেক দোসর জুটেছিল অন্ধকার  রঙে শরীর খেলা

বসন্ত এলে ছা'পোষা ঘরে বুকে সাপটে হারানিধি

রমনী গাছের যন্ত্রণা ছিঁড়ে খায় বল্কল অন্তর্বাস

রঙিন অরণ্য পাতায় ম্যাজিক আলোয় মাদলের বোল


সকল অরণ্য জননী জানে গিলে খায় স্তাবকের চোখ

কুঠার করাতের দায় নেই অরণ্য রূপ টানে

বসন্ত প্রাণেশ হাতে বাবুই ধান শস্য কেন্দু বন আলু

প্রতি প্রহরে অরণ্যের ঘুম ভাঙে মহুল উৎসবে

মহুয়া বালার চন্দ্রহার দোলে অরণ্যে বিষাদ মাদল

খামছে আছে বৃক্ষ বুকের বল্কল দুর্বহ ক্ষত

গামছা জড়ানো আলগোছে আত্মার কোমল রতন


মহুল গন্ধী রাতের জ্বলন আলোহীন অন্তর অসুখ

ঘাতক পোশাকে জড়িয়ে জলপাই পাতা মাথায় ফেটি

টান টান রাত ছেঁড়ে সরল সবুজ পাতায় টুপ টাপ অশ্রু 

অরণ্যের দ্রিমি দ্রিমি মাদলের বোল মাতালো বনজ সংসার


************************************************************************************************



বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন