অশোক কুমার দত্ত * দু'টি কবিতা
চিরায়ত
১.
কালি ও কলম দিয়ে আঁকা মেঘ - কাজল দিন!
দেওয়ালে জয় গুরু পাঞ্জাবি র সঙ্গে হাঙ্গারে টাঙ্গাই
আমার নীল রঙের বিষন্নতা!
বাইরের উঠোনে আমার একটাই ছবির মতো ছাতিম
গাছ - কালকের ঝড়ে তাও
পড়ে গেছে!
ভাবি- ঝরা ফুলের সুবাস কি এখন ও লেগে আছে উঠোনের গায়ে?
কত যে মায়ার মধ্যে থাকে গোপনে ছায়া - -
আমি কিছুতেই বুঝে উঠতে পারি না!
রুমা! হলো না আর কিছু তেই তোমার কাছে যাওয়া!
২.
So tell him with the occurrence, more or less which have solisicited -
the result is silence,!
Hamlet
হয়তো
উজ্জ্বল দিন একাকী ফিরে গেছে রাতের ঘন আঁধারে
অপমানে মুখ নীচু করে!
হয়তো
এ ভেবেই অভাবে দিন কেটে গেছে তোমাকে ভেবে ভেবে
ভিতরে ভিতরে গোপন অশ্রু পাতে!
*******************************************************************************************




একটি অসাধারণ রুচিশীল পত্রিকা । যুক্ত হতে পেরে আনন্দিত ।
উত্তরমুছুন