শনিবার, ৮ জুলাই, ২০২৩

তীর্থঙ্কর সুমিত



তীর্থঙ্কর সুমিত * দুটি কবিতা 






বর্ণমালা

শূন্য হতে হতে বুকের বাতাস একদিন...

নিভে যাবে হাওয়ার সঙ্গে

তার থেকে বরং

দুরন্ত নদীর বুকে একটা সকাল লিখি

দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ইচ্ছেরা

ভালোবাসার গভীরে এখন দিনলিপির ছাপ

বৃষ্টির ধারা কখনও কখনও

তোমার শাড়ির আঁচল ছুঁয়ে


আমার একতারা জুড়ে এখন লালনের বর্ণমালা।








অচিনপুরের যাত্রা

থমকে দাঁড়িয়ে আছি 

ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

এখন চির নিদ্রায় মগ্ন

তোমার মুখের দিকে

অস্পষ্ট যে রেখা দক্ষিণের পথে

তুলসী মঞ্চের দিকে বেঁকে গেছে

সেই পথে,

শব্দের পর শব্দ সাজানো

ছোটো গ্রাম, গাছগাছালি


তোমার স্পর্শে এখন অচিনপুরের যা


*********************************************************************************************



তীর্থঙ্কর সুমিত

১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত  পত্রিকার নাম "আহোরী"  নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব,  কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য  ভাস্কর, স্বাধীন কলম সেনানী  ইত্যাদি উপাধিতে ভূষিত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন