শনিবার, ৮ জুলাই, ২০২৩

মহাজিস মণ্ডল



মহাজিস মণ্ডল * দুটি কবিতা









কবিতা

মনের মিনার ছুঁয়ে

অক্ষরগুলো কবিতা হতে চায়

আগুনের মতো কবিতা


যে কবিতার শব্দগুলো


এক একটা মাইলস্টোনের মতো

দাঁড়িয়ে থাকবে যুগ-যুগান্তর...













আলোর রেণু

সময়ের জলছবি এঁকে যায়

অক্ষরের অনন্ত বর্ণমালা

আকাশের নক্ষত্র ছুঁয়ে 

নেমে আসে আলোর রেণু

মাটির বুকে ভরে দিতে সবুজ ফসল..



************************************************************************************************



মহাজিস মণ্ডল

১লা জানুয়ারি ১৯৮২ সালে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত লালুয়াগেড়্যা গ্ৰামে জন্মগ্ৰহন করেন।
পিতা শ্রী একাদশী মণ্ডল মাতা শ্রীমতী আরতি মণ্ডল। খুব ছোট থেকেই লেখালেখি শুরু।অসংখ্য ছোট বড় পত্র পত্রিকায় মহাজিস লিখে চলেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন