শনিবার, ৮ জুলাই, ২০২৩

সাধন চৌধুরী



সাধন চৌধুরী * দু'টি কবিতা








একতারা নষ্ট গান 

১.

একতারা নষ্ট গান আমার

বেসুরো বেজেছে বরাবর 

রাধে রাধে! একতারা ভুল সুরে_

প্রকৃতির ও-গতরখানি হামলে পড়ে চোখ যেথা

বারমাস কামরূপ কামাক্ষী মন


বোষ্টমি বাসতো ভালো বড়

একতারা নিয়েছি গলায়, কত বাউল মেলা 

কেঁদুলি জয়দেব রাধা, ফকির সাজা হলো

পায়েতে ঘুঙুর বাঁধা, খালিপায়ে নানা রঙের ধুলো

এখন খুলে রেখেছি আংরাখা, বৈরাগী সময়

কণ্ঠি-বদল করে, চলে গেছে  কোন আখড়াই 

দিনশেষে বিজনে বসেছি নিঃস্ব বড় একা

মনের মানুষ আছে মনে_এই অনুধ্যানে বাজেনি মন

একতারা নষ্ট গান আমার, নষ্ট করেছে আমূল । 













২.

পাকাপোক্ত কোনো সেতু হলো কি নির্মাণ! 

বইমেলার ধূসর আকাশ ;কিছু তার বর্জ্য ও বীজ 

রেখে গেল ; বিকেলের নিভু রোদে কত পাখি

খুঁটে খাবে অপক্ব অর্ধ-নিষিক্ত শস্যবীজ


নতুনের জয়ধ্বজা, অগোছালো হলো কত সম্ভাবনা 

প্রকৃত সম্বল ;আরও কিছুকাল নিভৃতবাসের

ছিল প্রয়োজন । এখনই সব পাতা নিঃশেষে 

ভ'রে দিলে, আ-চষা মাটির অপ্রস্তুত ফসল


সম্ভাবনা, চকিত বিদ্যুত্ নয়, ধীরে ডানা মেলে

লালনের স্থির ধৈর্য্যে ধনী শব্দের সংসার

রূপচর্চা বড় বেশি প্রিমিয়াম হলে, কবিতার 

নাভিকুণ্ড থেকে উবে যায় রহস্য সুরভি  



****************************************************************************************************



সাধন চৌধুরী

মূল  নাম,সাধন  চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী  হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ   মিশন, বিবেকানন্দ  সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত  কলেজ  টিচার। বাংলা  ভাষা ও সাহিত্য নিয়ে  স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত  কোনো কবিতার  বই নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন