রঞ্জনা ভট্টাচার্য / দু'টি কবিতা
শুশ্রূষা
একটি কঠিন কবিতার জ্বর হলে তার কপালে
আইসব্যাগ দিই,চামচ দিয়ে খাইয়ে দিই চিকেন স্যুপ,
জ্বর সেরে গেলে মলে বসে কফি কাপে চুমুক দেয়,
অলৌকিক কোনো চুম্বনে পুড়ে যায় ফ্যাকাশে আলজিভ,
শীততাপ নিয়ন্ত্রিত চাঁদ ওয়াইনে সান্দ্র ক্ষত
পারদে ধুইয়ে দেয়...
একটি সহজ কবিতার জ্বর হলে তার কপালে
জল পটি দিই, হাত দিয়ে খাওয়াই পাতলা খিচুড়ি
আর ডিম ভাজা,
জ্বর সেরে গেলে সে মেঘের টিলায় বসে
আকাশকে প্রেমের প্রস্তাব দেয়,তার কারুকাজ
করা ক্ষত বৃষ্টির জলে ধুয়ে দেয়
মহাকাল...
ইশারার মত
শরীরে ঐতিহ্যের আঁকিবুঁকি-
নামতে গিয়ে দেখি
প্ল্যাটফর্ম আসেনি এখনো-
বাতাসের ভাস্কর্য জেগে আছে পাথরের
আনাচে কানাচে, দূরবর্তী স্টেশনের
মাঝে হুঁইসেল ইশারার মত।
শরীরের ভেতর অবিরাম স্টেশনের
গতায়াত -
তে-কোণা উনুনে ফোটে ভাত
উথলে ওঠে ঠোঁট আর চিবুকের ডৌল
বাকিদের শুয়ে পড়া স্টেশনের ধার ঘেঁষে -
কত স্টেশন ভিতরে আর বাইরে চোখের
পলক ফেলে চলে যায়।
ভিতরের রাধাচূড়া
বাইরের প্ল্যাটফর্ম ঘেঁষা কৃষ্ণচূড়াকে দেখে
আনমনা,জগৎ বয়ে যায় সে
মেয়েটির অপেক্ষায় -
যে একদিন কাঠি আইসক্রিম চুষতে চুষতে
শুধু আমার জন্য এসে দাঁড়াবে...
************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন