শুভশ্রী রায় * দু'টি কবিতা
জেনেশুনে
জেনেশুনে ভুলে থাকি
মৃত্যু অভিমুখী জীবন,
কপালে গাঢ় টিপ পরি যত্ন নিয়ে
কুমকুমের গন্ধ ভেতরে ঢোকাই।
দরদাম করে মাছ কিনে
বেয়াড়া গাড়িগুলোকে এড়িয়ে
সাবধানে ঠিকানায় ফিরি;
অস্তিত্বের ওপরে দাঁড়িয়ে মৃত্যু সমস্ত দেখে
প্রশ্রয়ের হাসি ফুটে ওঠে তার মুখে,
করে নিক, তুচ্ছ মানুষ কিছু শখ....
দু' চার মুহূর্ত বই তো নয়!
অজ্ঞাত
হাওয়া রাতের কোণে কোণে ফিসফিস
কোন প্রবাহে কতটা জাদু রাত্রির জানা,
গভীর অন্ধকার সম্মোহন সঙ্গে এনেছে
এ রজনীকে শব্দবাণে বিদ্ধ করা মানা।
জগতের নিজস্ব রহস্যের খণি এই রাত
চেপে রাখা অশ্রু, শোকের গাঢ়তা ভরা,
প্রেতের আবির্ভাব হয় সমস্ত দ্বিধা ছেড়ে
কালের শিলায় অজ্ঞাতলিপির সই করা।
********************************************************************************************
জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন