কবি গৌতম রায়-এর দুটি কবিতা
শঙ্খ
হৃদয়ে হৃদয়ে
পাপড়ি মেলে শঙ্খত্ব,
সমুদ্র থেকে জন্ম তোমার।
সারা জীবন প্রতিমা শরীরে
প্রাণ প্রতিষ্ঠার তাঁত বুনে যাও ।
অস্থির সময় নাট বোল্টের মতো কখনো কী শঙ্খে রেখেছো কান ?
একেশ্বর
শুনতে পাবে সমুদ্রত্ব।
বাষ্প ওঠা চা
এক কাপ চা, এ আর কী এমন ?
তবু দেখি টুথব্রাশ পেস্ট
মুখ প্রস্খালন দাড়ি কামাই
এদিক ওদিক দীর্ঘসূত্রিতা-----
প্রতীক্ষা অপেক্ষার জাল বুনে যাও
উষ্ণতা টুকু শেয়ার করার জন্য এই সকাল ওড়াও কত পবিত্র রোদ
তারপর কর্ম ব্যস্ততা
কাছে থেকেও কাছে না পাওয়া
বাষ্প ওঠা চা--
তুমিতো কারও জন্য ইন্তেজার করতে শেখাও !
*******************************************************
গৌতম রায়
জন্ম ৬ই সেপ্টেম্বর, ১৯৬৪ পুরুলিয়ায়। বাবা, জলধর রায়। মা ,মলিনা রায়।
পেশা শিক্ষকতা।
নেশাঃ ভালোবেসে কবিতা চর্চা। ভালোবাসেন কবিতার বাঁক। কবিতায় আবহমান ও প্রবহমানকে সম্মান জানিয়ে ধারামুক্তির নিরন্তর প্রয়াসী ।
গ্রন্থ তালিকা ঃ
নাম প্রকাশক প্রকাশকাল
১. চৈতন্যভূমিতে / আশাবরী, পুরুলিয়া / ২০০৭
২. কালের প্রতিমা / আশাবরী, পুরুলিয়া / ২০০৮
৩.উষ্ণতায় আহত আলো / প্রিয়শিল্প প্রকাশন, কলকাতা / ২০০৯
৪.নয়নতারা অনুশীলন / প্রিয়শিল্প প্রকাশন , কলকাতা / ২০১০
৫. শুভদার মাদল / পত্রলেখা, কলকাতা / ২০১১
৬.চোখের পা / কবিতা ক্যাম্পাস, কলকাতা / ২০১৩
৭.জল সিন্থেসাইজার / পাঠক, কলকাতা /১৯১৬
৮. স্থাপত্য স্টেশন / পাঠক, কলকাতা/ ২০১৯
৯. বকখালি মডেল / চিরন্তন প্রকাশনী, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগণা / ২০১৯
১০. ধরে রাখি পারাবত নিশান / কবিতা আশ্রম, উত্তর চব্বিশ পরগণা / ২০২১
১১. ড্রোনদৃষ্টি / পাঠক, ৩৬, কলেজ রো,কলকাতা-৭০০০০৯ /২০২১(প্রকাশের পথে )।
খুব ভালো লেখা
উত্তরমুছুন