পাদটীকা
সৈয়দ কওসর জামাল
শুরুতে ছিল অন্ধকার শুরুতে ছিল শূন্য
শুরুতে ছিল রাত্রি আর কালো ডানার ছায়া
ঋতুচক্র এনেছে তার আকাঙ্ক্ষিত পুণ্য
সেই পুণ্যে প্রেম এনেছে দৃষ্টিপথে মায়া
যেদিকে চাই চক্ষুজোড়া বনস্থলি কাব্য
তার ভিতরে শ্বাপদ ছিল বন্য আর হিংস্র
পাহাড় থেকে হড়কা বানে চলার পথও নাব্য
উধাও মায়া এ দুর্যোগে বিষাদ অবিমিশ্র
অশ্রু নামে তারার চোখে বিন্দু থেকে বৃত্ত
কক্ষপথে রেখেছি চোখ লক্ষ্যপথে স্নেহ
অস্থিরতা রক্তপাত কবন্ধেরই নৃত্য
যাকিছু টান যাকিছু প্রেম ঘিরেছে এই দেহ
আমিও আজ পান্থজন তৃষ্ণাবিভীষিকা
তুমি রাত্রি নিহিত চাঁদ প্রেমের পাদটীকা।
*****************************************************
সৈয়দ কওসর জামাল
কবি ও প্রাবন্ধিক সৈয়দ কওসর জামালের কবিতা চর্চার শুরু ১৯৭০ এর গোড়া থেকে। তুলনামূলক কাব্যচর্চায় অপরিসীম আগ্রহ তাঁর। এখন পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত। কবিতার জন্য পেয়েছেন কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারও। অনুবাদ করেছেন সমকালীন ফরাসি কবিতা। ‘কবির জগৎ কবিতার জগৎ' বইটি কবি ও কবিতা সম্পর্কে তাঁর প্রবন্ধের নির্বাচিত সংকলন। সম্প্রতি প্রকাশিত হলো তাঁর অনুবাদ গ্রন্থ * পল ভেরলেন-এর কবিতা
অসাধারণ। জামালদার লেখা আমার চিরকালই প্রিয়। আর অনুবাদগুলো ভীষন ভাল লাগে। এখানে প্রকাশিত দুটো কবিতাই খুব ভালো। এত ভালভাবে এর মুদ্রণ যথেষ্ট রুচিশীল।
উত্তরমুছুনওপরে দুটো অনুবাদ কবিতার বইই খুব ভাল। সেটাই বলতে চেয়েছি। "ছি।
উত্তরমুছুনজামাল দা কবিদের কবি। ওঁর প্রসঙ্গে কিছু বলা এত স্বল্প পরিসরে অসম্ভব। তলপ্রধান ছন্দে লেখা এই কবিতায় আবার উদ্বেলিত হলাম। 🙏🙏
উত্তরমুছুনখুব ভালো লাগলো দাদা।
উত্তরমুছুন