রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

শ্রীময়ী দে



কবি শ্রীময়ী দে-এর দুটি কবিতা 


অন্বেষণ


খুঁজতে শুরু করেছি বহুদিন।

শীতল জলরাশির অস্থির চাপান-উতোর,রূপকথা গোঙরায় আজও।

আজানুলম্বিত ধুঁকে যাওয়া,বিকিয়ে যাওয়া মেরুদণ্ডের নির্লিপ্ত স্নায়ু 

চাপা পড়ে বালাপোষের উষ্ণতায়।


মাটি ফুঁড়ে ওঠে লাল ক্ষত,পাঁচমেশালী রমণ।

উদ্দাম আক্রোশে রোধ করি অগ্ন‍্যুৎপাত।

ক্রমে জুঁই-এর গন্ধে মিশে যায় আকুলতা,

সোমরসের প্রবাহ প্রাণ পায় ইন্দ্রলোকে।

অগোছালো চুল তেল-জলে ডুব দেয় ভরপুর,রাত-ভোর চুঁয়ে পড়ে তেজ।


খোঁজ তবু চলতে থাকে -

রংমশালের ক্ষীপ্রতায় স্পষ্ট হয় অশরীরী কাম।

প্রাণঘাতী আলিঙ্গনে জেগে থাকে চঞ্চল সাঁঝবাতি।


রাত শেষ হওয়ার আগে ঝলসে ওঠে অস্থিমজ্জা।

পুড়ে খাঁক হওয়ার মুহুর্তেও খুঁজতে থাকি-

সময়ের কোটরে গুম মেরে থাকা প‍্যানডোরার বাক্স।।












বাঘবন্দী খেলা

লেখার জন্য একটু আবেগ চাই।আবেগের জন‍্য চাই কিছু মুহুর্ত।

যেখানে বাঘবন্দী খেলবে মন-

ঢেউ-এর ওঠাপড়ার সাথে তাল রেখে শরীর বাইবে নৌকা।


ভাটিয়ালি সুর,মজলিশের ঝাড়বাতি,কিংবা বুনো মহুয়ার 

গন্ধে মাখো মাখো হয়ে ডুব দেব রসাতল।


শব্দ-শূণ‍্য হয়ে ভেসে যাবে শরীর।

তল থেকে  অতলে-

যতদূর যাওয়া যায়।


মুহুর্তেরা জব্দ হবে শুধু।

মায়ার সাথে কায়ার দোটানায়  জিতে যাবে আবেগ।


আমার কবিতারা মুঠোবন্দী হবে অভিমানের পানপাত্রে।।


**********************************************************



শ্রীময়ী দে


শ্রীময়ী দে-পেশায় ইতিহাসের শিক্ষিকা।"ব‍্যারাকপুর স্টেশন পত্রিকা "নামক লিটল ম‍্যাগাজিনের সম্পাদক মন্ডলী র অন‍্যতম সদস‍্যা।লেখালেখি সম্পূর্ণ আবেগ জনিত ও ভালোবাসার বশবর্তী হয়ে।


1 টি মন্তব্য:

  1. এই প্রথম আপনার লেখা পড়লাম । বিস্মিত হলাম, আপনার ভাবনার অভিব্যক্তি দেখে । শ্রদ্ধা জানাই কলম কে ।

    উত্তরমুছুন