কবি সোমা দাস-এর দুটি কবিতা
অবকাশ
সেই ভালো, অবকাশ গুলো
ঋতুমতী হোক,জন্ম দিক
আরো আরো অবকাশ, আর
আমি সমস্ত অবকাশ জুড়ে
লিখে রাখি মিলনের কবিতা
লিখে রাখি সুখী দাম্পত্যের কবিতা
দেওয়াল ঘড়ি
ঠোঙা বিক্রির টাকা জমিয়ে
যেদিন মা, দেওয়াল ঘড়িটা ঘরে আনলো
সেদিন, সেদিন থেকে আর
সময়কে মুঠো বন্দি রাখতে পারিনি!
তার আগের রাত অবধি
তূতের আঠা দিয়ে আটকে রেখেছিলাম,
দিব্যি চলতো আমার ইশারায়!
ঠোঙা বিক্রির টাকায় যেদিন মা-
দেওয়াল ঘড়িটা ঘরে আনলো
ঠিক সেদিন থেকে ই
স্থান পরিবর্তন করে নিয়েছে, আমার সাথে!!
***********************************************************
সোমা দাস
জন্ম ও বেড়ে ওঠা কৃষ্ণনগরের কাছেই এক গ্রামে।
কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক।
কলেজ ম্যাগাজিনেই প্রথম লেখা।
তারপরই বিয়ে হয়ে মাঝখানে বহু বছর বিরতি, আবার শুরু
চার-পাঁচ বছর আগে।
এ-পর্যন্ত একটি ই কাব্যগ্রন্থ
" নীলচে আলোয় দেখা"
বাহ, দ্বিতীয় লেখা টা ছুঁয়ে গেলো । দুটি কবিতা আলাদা স্বত্তা য় অনন্য ।
উত্তরমুছুনদেওয়াল ঘড়ি - দারুণ লেখা
উত্তরমুছুন