কবি গৌরীশঙ্কর দে-এর দুটি কবিতা
১
ঈশ্বরকে লেখা কিছু অক্ষরের রতি ও বিভূতি
মুদ্রা
ক্রূশকাঠ যূপকাষ্ঠ
অক্ষর চোখের
জল
নিদ্রা
ভ
গ
ব
তী
তার এক
পাশে ঝোপঝাড়
বাবা
তীব্র
শীতে
কা
ত
র
দ
ম
কা
কাশি
করজোড়
ফাঁসি
আঁখিলোর
২
কী
ব্যাকুল
বনফুল
ফুটে
থাকে
ডালে
ক উ
ল দ্ভি
স দ
যূ
প
কা
ষ্ঠ
সামলালে

*****************************************************
গৌরীশঙ্কর দে
বাংলা কবিতায় একটি পরিচিত নাম। ছন্দকুশলী এই কবি প্রতিনিয়ত আমাদের কাব্যপিপাসা পরিতৃপ্ত করে চলেছেন। নির্বাচিত কবিতাসহ এ পর্যন্ত আটটিরও বেশি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তাঁরকয়েকটি উল্লেখযোগ্য কবিতার বই ---অশ্রু প্রপাতের নিচে * স্খলিত স্বপ্নের নীড় * ভাষামাতৃক্রোড়*আদিসপ্তগ্রাম * আশির বাদকের পত্রলেখা*অনৈশ্বর্য * নির্বাচিত কবিতা
আমার নিভৃতাবাস (যন্ত্রস্থ)
আপনার কাছে শিখে চলি নিত্য ।
উত্তরমুছুনসুজয় আপনার মন্তব্যে যারপরনাই আনন্দিত। কিন্তু কথা হলো আমি নিজেই এখনো শিক্ষার্থী। ♥️♥️
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন