কবি চিন্ময় ঘোষ-এর দুটি কবিতা
বিষাদ সেতু
এপার ওপার দু'পার ক্রমেই যাচ্ছে সরে
একলা বোবা নিস্তরঙ্গ নদীর যাপন
ওমটুকু সেও বুকের কোণে একলা পোড়ে
সঙ্গী কেন অগস্ত্যে যাস, থাকনা আপন!
সারাদিনের ক্লান্তি ধোওয়া ঝর্ণাধারা
কলধ্বনি তুলত সাঁঝে শান্ত নীড়ে
কত কথাই এদিক ওদিক বর্ণহারা
কথা তো নয়, ছলকাত সব মুক্তো হীরে।
দু'টি পাড়ের মধ্যে ছিল কথাই সাঁকো
রিনি রিনি তুলত আওয়াজ পায়ের তোড়া
এখন সবই ন্যাতানো ফুল, কথাই নাকো
শুষ্ক শূন্য, আর ছোটেনা পাগলাঝোরা।
কথাই যদি যায় হারিয়ে নাগাল ছাড়া
জীর্ণ সাঁকোর ছিন্ন সুতো বাঁধবে কিসে?
মনের থেকে মন গিয়েছে বাঁধনহারা
ছিন্ন পাতা, উড়বে বেহাল শূন্য দিশে।
পদ্মপাতায় জীবন
দেয়াল ঘিরে অন্ধকার
আর অযুত ভারে নুইয়ে নুইয়ে বদ্ধ যাপন
আলোর দিশা কে-ই বা দেবে কিংবা নির্বাণ
আলো...আহা আলো...আলোর নেশা
কোথায় পাবো লেবু-গন্ধ সতেজ ভুবন
ফঙ্গবেনে নিপাট দেয়াল ভেঙে যাবেই
আকাশ মহান, উদার এবং অকৃপণও
বৃক্ষ বুকে বীজমন্ত্রের পাঠক্রমের
দহন শেষে নিরাসক্ত অবগাহন
বহতা যাপন চিরন্তনের পরিভ্রমণ
ধোঁয়াশাময় অলীক বাঁধন যাহা আপন
ছলকে পড়ে পদ্মপাতায় ব্যপ্ত যাপন
কার ঘরদোর কে যে বাঁচায় দেয়ালা মেদুর
নির্বাহ, তাও সৈরন্ধ্রীর কৃৎকৌশল
মনস্তাপের ভাঙলে বেড়া নির্বাণ মুখ
অবসরপ্রাপ্ত প্রবীণ। সাহিত্যচর্চা, পাঠ ও সাহিত্যআড্ডার অনুরাগী। কবিতা এবং অল্পস্বল্প গদ্য লেখার অভ্যাসে দিন যাপন করেন । কিছু কিছু মুদ্রিত ও বিভিন্ন ওয়েবজিনে লিখে থাকেন । এপর্যন্ত নিজস্ব বই ছাপানোর তাগিদ অনুভব করেন নি, চিন্ময় ঘোষ-এর কোন ছাপানো বই নেই।
অপূর্ব লাগলো। প্রথমটি অসাধারণ। শুভকামনা।
উত্তরমুছুন