রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কৌশিক সেন

 


কবি কৌশিক সেন-এর দুটি কবিতা 


কনে দেখা আলো


থরে থরে সাজিয়ে রাখা জল নূপুরের শব্দে

বিকেল আসে। প্রেমিক ভেবে যাকে ভুল

করেছিল দুপুররোদের পাগলিনী, তার 

শরীরে কাঁচা দুধ ঢেলে যায় ভোরের কুমারী

মেয়েরা। এখন জলে নিষ্কাশিত হয় সাতরঙ।

পালটিঘর দেখে ফিরে গেছে মেয়েগুলি।

কনকাঞ্জলি ছড়ানো ছেটানো একাকী অপরাহ্ণে...



নফরত


করোটি গুহার ভেতর বসবাস করে দেখেছি, 

গোস্ত বিরিয়ানির ধোঁয়ায় কেমন দোক্তা পাতার 

গন্ধ আসে! রাত নামলে মাড় ছেকে ফেলে দিয়েছি 

বেওয়াফা জ্যোৎস্নার প্রান্তরে। বেহেস্তের হুরের 

হাত ধরে পালিয়ে গেছি রেশমি চুড়ির জঙ্গলে। 

আমার হুলিয়া লাগিয়েও কোনো ফায়দা হবেনা 

বিবিজান! আমাকে খুঁজে পেতে গেলে তোকে 

কোটিবার জন্ম নিতে হবে এই অনন্ত দোজখে, 

কোটিবার জিস্ম বদলে আসতে হবে এই মায়াবী 

মেহ্ফিলে।


আমি কোনো ফরিস্তা নই যে আমাকে পেতে গেলে 

তোকে মান্নত রাখতে হবে পীর সাহেবের দরগায়, 

দিয়া জ্বালতে হবে জুম্মাদিনের মজ্হারে। কিন্তু 

একবার যখন আসমানি অন্ধকার থেকে বেড়িয়ে 

আসতে পেরেছি, তোর লাখ মান্নতও আমাকে 

ফেরাতে পারবেনা, তোদের এই ফুটানির সল্তনতে। 

এই ঘোর গুনাহের ভেতর দিয়ে চলে যেতে যেতে 

আমি দোক্তা পাতার মহেক বুনে দিয়ে যাবো তোর 

হিজাবের অন্ধকারে!


********************************************************



কৌশিক সেন


জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই।  কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন।  কেন্দ্রীয় সরকারী কর্মচারী। সতেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা।  দিল্লী ও দিল্লীর বাইরে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত।  প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো।


1 টি মন্তব্য:

  1. কনে দেখার আলো কবিতাটিতে একটি আলোর দর্শন পেলাম।বোধ করি সেটা স্রষ্টার অন্তরের আলোকবর্তিকা।

    উত্তরমুছুন