রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

রাসবিহারী ঘোষ




কবি রাসবিহারী ঘোষ-এর দুটি কবিতা 


নতুন ইনিংস


একচুল সময় লাগে তোকে ভাঙতে

তিলতিল করে জমিয়েছি ভালোলাগা

যখন পকেট ফুলে ফেঁপে একাকার

উইপোকা বাসা বাঁধে মনের দুয়ার।


ছোপ ছোপ দাগ গোটা মেঝেময়

উইপার দিয়ে মোছার চেষ্টা নিরন্তর

জ্বলন্ত উনুনের কাছে আমরা সবাই

যে কোনো সময় শুধু ছাই আর ছাই।


কবিতার চারা বুনছে উর্বর মাটি

ফনফনিয়ে আলোর দিকে নতুন 

ইনিংস।












কামারশালা

গনগনে আগুনের আঁচ মেখে

শিরা ওঠা হাত টান দেয় চেন

লোহা গলে  নতুন ধাঁচে।


ওপরের হাত ঘোরে সৃষ্টি ছাঁচে

নতুন কলি গজায় এখানে ওখানে

 তাঁর নরম হাতে বৈচিত্র্য বাঁচে।


কাঠ কয়লা আর শুধু ভূসো কালি

খড়ের চালায় একটানা হাপর

একটার পর একটা .....



সময়ের বুকে নরম নরম পা

হেঁটে যায় এপ্রান্ত থেকে ওপ্রান্তে।


**************************************************



রাসবিহারী ঘোষ

  জন্ম বর্ধমান জেলার ওড়গ্রামে ৪ঠা নভেম্বর,১৯৭৬ সালে। গ্রামের একদিকে সবুজ অরণ্য ও অন্যদিকে ফসলভরা ক্ষেতের বৈচিত্র্য কবির প্রকৃতি প্রেমের অন্যতম কারণ।
বাবা পদার্থবিজ্ঞানের শিক্ষক প্রয়াত গঙ্গাধর ঘোষ ও মা গায়ত্রী ঘোষ।
গ্রামের বিদ্যালয় থেকে মাধ্যমিকের পর
শান্তিনিকেতনে নব্বুইয়ের দশক কাটান পড়াশুনার সূত্রে।বিশ্বভারতীর ইংরাজী বিভাগ থেকে ইংরাজী সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন ২০০১ সালে। শান্তিনিকেতনের খোয়াই,সোনাঝুরি  ও কোপাই নদী কবির মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ওখানে পড়াশুনার পাশাপাশি কাব্যচর্চায় হাতেখড়ি।
বাংলা ও ইংরাজী দুই ভাষাতেই কবিতা রচনায় তিনি সাবলীল। 'ভিতরের ভিতর' কবির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিতব্য।

৫টি মন্তব্য:

  1. কবিকে এগিয়ে চলার পথে শুভেচ্ছা

    উত্তরমুছুন
  2. সম্পূর্ণ অত্যাধুনিক চিন্তা ও কাব্য রীতির প্রকাশ পাওয়া যায় রচনাশৈলীতে। বর্তমান যুগ ও কবিতা একে অপরের পরিপূরক।

    উত্তরমুছুন
  3. চমৎকার লাগলো। অত্যন্ত ইস্পাত-দৃঢ় শরীরের গঠনে যারপরনাই মোহিত হলাম।

    উত্তরমুছুন