কবি দেবার্ঘ সেন-এর দুটি কবিতা
শিহরণ সংক্রান্ত
১ .
আয়নার সামনে যেতেই, আয়নাটা ভেঙে গেল।
এক রহস্যময়ী কন্ঠে কে যেন কেঁদে উঠল, পেছন থেকে
ঘরময় ছড়িয়ে গেল পদ্মকাঁটা শিহরণ, অনভিপ্রেত অন্ধকার।
তারপর আমার আর স্মৃতি নেই কিছু .....
২.
পোড়া পেন্সিলের মৃতদেহ শুয়ে আছে,
ঘাড় মটকিয়ে পড়ে আছে মোমবাতি।
সসম্মানে একটা কাগজ উড়ে যাবে বলে,
বাড়িয়ে দিয়েছে ডানা
দমকা হাওয়ায় দেওয়াল থেকে বাঁধানো ছবিটার
অকস্মাৎ পতন, কাগজটা গ্রেপ্তার।
৩.
প্লে স্টোর থেকে তুলে আনি, শূণ্যতত্ত্ব- এর অ্যাপস
ফোনটা হ্যাঙ্গ করতে করতে, ব্যাটারি পুড়ে গেলে
জেনে নেবো নির্ভয় বিচ্ছেদ, আর সহায় কাকতালীয় চন্দন।
সমীর
ছোট একটাকার কয়েন হাতে নিয়ে বসে আছে
আরেকটা ছোট একটাকার কয়েন।
আধুলির হাতেও আরেকটি আধুলি
এভাবেই গড়ে উঠছে একের পর এক স্বীকার।
আরও সেজে এসো উপেক্ষা..
আমিও গুছিয়ে রেখেছি নিজেকে।
নিজের করতলের শত-সহস্র রেখায়
ফুটে আছে মেরু নিস্পৃহ ফুল।
অচল মুদ্রার এই সমীরণে..
অনুরূপে, তোমার সাথেও ঠিক একদিন হয়ে যাবে দেখা।
*******************************************************
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা

দেবার্ঘ সেন অসম্ভব শক্তিমান কবি। এখানে প্রকাশিত 'শিহরন সংক্রান্ত' কবিতাটি অনন্য। 'সমীর'ও সুন্দর।
উত্তরমুছুনঅনেককেই জানেন বোধকরি ওঁর ছবির হাতও অপরূপ।
পোড়া পেন্সিলের মৃতদেহ....
উত্তরমুছুনমনে থেকে যাবে এ কথা
বিস্ময়কবি, সুগভীর মৌলিক চিন্তার স্তর লেখনিতেই স্পষ্ট।
উত্তরমুছুনমুগ্ধ হলাম 🙏
দেবার্ঘ Z-প্রজন্মের সেরা কবি এবং শিল্পী। ওর সব কবিতাই আমায় ভাবায়।
উত্তরমুছুন