রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

রামকৃষ্ণ মাহাতো



কবি রামকৃষ্ণ মাহাতো-র দুটি কবিতা 


চৌড়ল 


কারা যেন ছিনিয়ে নিয়ে গেল সবটুকু 

বাঁধের ঘাট থেকে 

                          দোকান-পাট থেকে 

এবারের কুঁচড়িতে ধান জমেছিল বেশ

পিঠে পরব , আঙিনায় থৈ থৈ জলে ব্যাঙ পোনা 

মিলিয়ে গেল ;

বছরের লড়াই শেষে তখনো  বেঁচেছিল 

বাঁদু ফুলেরা ।


আ-মরণ গেরস্থের ভিটায় সেদিন

ভুঁই-পড়া বিটির চৌড়ল কাঁসাই দেখেছিল ......













বিচ্ছেদ 

কতদিনের বিচ্ছেদ ....

ভাতের সঙ্গে পাতের ,


ড্রেন থেকে উপচে পড়া জলে

ডাস্টবিন শুঁকে

শুয়ে আছে প্রেমিকা ; 


রাজপথ লিখবে কি ! 

কতজন প্রেমে পড়েছে ....?


**************************************************************



রামকৃষ্ণ মাহাতো

 পুরুলিয়া জেলার বাসিন্দা । ছৌ ঝুমুরের সাথে গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস নিয়েই বেঁচে থাকার কথা ভাবেন রামকৃষ্ণ মাহাতো  ।


২টি মন্তব্য:

  1. বাহ্ অপূর্ব প্রান্তিকবৃন্তে ফোটা অত্যাধুনিক দুটি কবিতাই মন জুড়ে
    ঝড় বুনে দিলো। শুভকামনা।

    উত্তরমুছুন