শনিবার, ৮ জুলাই, ২০২৩

কবিতা * পঙ্কজ মান্না



পঙ্কজ মান্না * দু'টি কবিতা








কবিতার বিষণ্ণ প্রেমিক 

যাবার আগে ঘুসঘুসে জ্বরের মতো সে ঝুঁকে ছিল 

কবিতার বুকে

যেভাবে সুবর্ণরেখার তীরে গিরিমাটি পলাশ শিমুল

জলের কিনারে দেখি সমর্পণে আভূমি প্রণত 


কেউ কি খবর রাখে কত প্রান্তবাসী তারা নক্ষত্র 

আলোর স্রোতে চেতনার আলো ঢেলে ক্ষয়ে যায় 

শেষে ? 


বলেছি তো,

সে ছিল রাজকীয়,অন্ত্যেবাসী, কবিতার বিষণ্ণ প্রেমিক 

তোমরা চেনো না তাঁকে,

সভ্যতার ছাই ফেলতে ভাঙা কুলোর মান 

ক'জন রেখেছে! 


সে ছিল আলোর মতো ঋজুপথগামী

সে ছিল জলজ ধ্বনি যার কোনো প্রতিধ্বনি নেই 


যাবার আগে তাঁর মুখে শৈশবের হাসি লেগে 

ছিল... 












মেদিনীপুর কলেজ 

গান্ধী-মাসির একবেলা মেস,বিমল সচিন ছন্দ বাণী

কেউ সেজেছে বাউল ফকির কেউ করে কার্ল মার্ক্স বাখানি 


একটা ঘরে অন্ধ আলোয় শক্তি-খোকা পড়ছে শেলী

কবর খুঁড়ে স্বপন তোলে হাহুতাশ আর হলদে চেলি 


হিমাদ্রি গায় কেবল শ্যামল,ও নাকি খুব শ্যামল হবে 

কেউ অর্থনীতির অলিগলি করছে ভ্রমণ উচ্চরবে 


অনেক দিনের আবছা ছবি তবু ঠিক চেনা যায় তোদের অসুখ

স্মৃতির আলোয় কলেজ মাঠে উঠছে ভেসে সবারই মুখ 



****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


1 টি মন্তব্য: