শনিবার, ৮ জুলাই, ২০২৩

চন্দন রায়




চন্দন রায় * দু'টি কবিতা

খেলার চিত্র


যৌবনে এসবই খেলা। কেউ একজন বৃষ্টিতে ভিজবে

অন্যজন তাকে বুকে জড়িয়ে শ্রাবনের রূপ বর্ণনা

করবে।

তারপর একদিন একটা পোকা এসে চোখে পড়বে।

অসম্ভব জ্বালা। চতুর্দিক নিভে আসা আলো চিৎকার

করে বলবে--এখন অন্ধকার কেন !!


অন্ধকারে প্রেত আর শকুন ডানা খুলে শ্রাবণের

অপরাহ্নে এপাড়া থেকে ওপাড়া , খেলা আর খেলা

দুয়োরে বসবে,-----


তোমার যৌবন আর তার যৌবন এক উদ্ভট চিৎকারে

শিল্প ভাঙার যন্ত্রণায় নিভিয়ে দেবে সমস্ত আলো

তৃষ্ণার বুকে জেগে থাকবে অস্পষ্ট সেই খেলার চিত্র--











আমি কি আগে চিনতাম

মাঝে মাঝে মনে হয়

দরজার পাশে কে দাঁড়িয়ে আছে

অগোছালো ব্যর্থ কাগজগুলোর দিকে কি নিবিড়

দৃষ্টি তার , আমি গৌণ মাত্র------


অতি কাছে দাঁড়িয়ে থাকা  অনিমন্ত্রিত শরীর

অনেকটা গাঢ় , যেন অনেকদিনের চেনা , এখন সুদূর

ওষ্ঠে ছাই মাখা হাসি, দুঃস্বপ্ন পাহারা দেওয়া চোখ

যেন আমার ছড়ানো দিনরাত্রি , রক্তের আত্মীয়----


আমি কি আগে তাকে চিনতাম

ঈশ্বরহীন পাথুরে মেঝেতে তার কি কোন ছবি ছিল !

শরীর ছিঁড়ে যেতে লাগল

কালো জলের স্রোতে ভেসে যেতে লাগল

এপর্যন্ত জানা সমস্ত পরিচ


********************************************************************************************



চন্দন রায় 

আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । কবি চন্দন রায়ের অন্যতম জনপ্রিয়  দুটি কাব্যগ্রন্থ : জেলখানার খোলা চিঠি এবং শিরোনাম সন্ধান চলছে  




1 টি মন্তব্য: