শনিবার, ৮ জুলাই, ২০২৩

দেবার্ঘ সেন



ডাক

দেবার্ঘ সেন








উদ্দামের রাত্তিরে

এক বেড়াল ঘাড় গুঁজে, 

খুঁজছিল খাদ্যপ্রাণ

খাদ্যহীন খাদ্যপ্রাণ। 


ওপাশের বিভবের

যার ছায়া কাঁপছিল,

সে আমি নই আমি—

উদ্দামের রাত্তিরে 

হঠাৎই রক্তপাত। 


রক্তপাত রক্তহাত

রক্তজাত দিকশূলে,

বাঁদিকের সব তারা

গোল্লাছুট দুর্দিনে। 


তারপরে স্নানঘরে 

ঝরা জল ঘুম ভাঙে


নিশি ডাক প্রণামী

ছায়ানট ভার্জিনে।










সোডা


সংসার সুখে নেই। ঘন নীল দুঃখ জড়ো হতে হতে গড়ে ওঠে প্রতিদিন। হাতের তালুতে মেখে যায় শাপ, কাপড় কাচার সোডা জলে দিলেই গামছার অভিমান ক্ষয়। সিঁদুর অপেক্ষা তুমি সুন্দর নিশ্চিত। তোমার রান্নার হাতে বারো মাসের এলাচ ধুলো। কীভাবে বলি অভাবের বুদবুদ। সেসব কথাদের তাই দূরে সরিয়ে রেখে, একা একাই ঘামি। ঘাম পৌঁছে যায় বাড়ির শিরদাঁড়ায়, যেহেতু ঘরের শত্রু নাইটি —


****************************************************************************************************



দেবার্ঘ সেন

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । বইমেলায় প্রকাশিত ----

২টি মন্তব্য:

  1. ভালো লাগলো। দেবার্ঘ-র কবিতায় লক্ষ্যণীয় যা, তা হল অনাবশ্যক শব্দ অপচয়ের প্রতি অত্যন্ত সজাগ।

    উত্তরমুছুন
  2. দেবার্ঘর কবিতা ভালো লাগলো। অনার অনেক কবিতা বিভিন্ন কাগজে পড়েছি।

    উত্তরমুছুন