পার্থ প্রতিম গোস্বামী * দুটি কবিতা
পরীক্ষা সংক্রান্ত
১
পূর্ণ ও পুণ্যের মাঝখানে
ভ্যাবাচ্যাকা শিশুটি
মাত্রই ক্লাস টু
অথচ হে মান্য মাতব্বর
তুমিও খুঁজে চলেছো আজীবন
তবু জানলে না
একেবারে নিঃস্ব না হলে
এদের কোনোটিকেই ছোঁয়া যায় না
ও তো মাত্র ক্লাস টু
তোমার মতোই ।
২
জানা ছিল, সব জানা ছিল
অথচ
নিদারুণ শোক এসে ডুকরে নামছে
আস্তিনে
সেই পরীক্ষার হল থেকে বেরিয়ে
বাড়ি অবধি
দশ দশটা নম্বর সময়ের ফাঁক গলে
পড়ে গেছে উত্তরপত্রের বাইরে
কোনো সান্ত্বনাই যথেষ্ট নয় আর
যেমন যথেষ্ট নয় শুধু অবগাহন
হে অনাবিল
ছায়া আর রোদ্দুর
আরও একটা ইঁদুর ঢুকে পড়েছে
পরীক্ষার খাঁচায় ।
*************************************************************************************************
পার্থ প্রতিম গোস্বামী
পেশায় স্কুলশিক্ষক (ইংরেজি ভাষা) পার্থ প্রতিম লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন।
কবিতা লেখা, গান তৈরী ও গান গাওয়া-র মধ্যে জীবনের অপার আনন্দ খুঁজে পান।
বসবাস পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন ।


খুব সুন্দর
উত্তরমুছুনআন্তরিক প্রীতি ও শুভকামনা জানাই ❤️🙏
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনভালোবাসা ❤️❤️
উত্তরমুছুন