শনিবার, ৮ জুলাই, ২০২৩

স্বপন নাগ



স্বপন নাগ * দুটি কবিতা 






 

সাঁকো 

 ১

নিভৃতে কোথাও স্মৃতির সুতোর টানে

একা এক জলছবি মনে মনে আঁকো

সেইখানে ছিল বুঝি অন্ধকার জল

তার ওপরে নড়বড়ে এক সাঁকো

সাঁকোর ওপারে হয়তো বা ঘন ঝোপ

হয়তো বা ঝিঁঝিঁ জোনাকির ক্ষীণ আলো

নৈঃশব্দ্যের সঙ্গীতে মুখর সে এক

ঘন রাত্তির - গাঢ়, মিশকালো ...

মেঘ সরে গেলে হেসে ওঠে একা চাঁদ

পড়ে থাকে শুধু জ্যোৎস্নার আয়োজন

রাত্রি-আকাশ বিস্তার নিয়ে তার

ঘিরে রাখে মন অস্থির উচাটন


মুহূর্ত এসে হঠাৎ ঝড়ের ঝাপটায়

ছবি ভেসে ওঠে ক্ষণিক আভার ঝলকে

মনে পড়ে গেলে সেদিনের সেই গাঢ়তা

জলোৎসব আজ নেচে ওঠে দুই পলকে


সেকি ভুল নাকি মননের কু-অভ্যাস

কোথায় বা তাকে নিভৃতে লুকিয়ে রাখো

আজ এতদিন পর দ্বিধাহীন বলে যাই -

আমাকে তোমার ক্ষমার চাদরে ঢাকো












ছিল, এখন আর নেই

এমন কিছু নিয়ে তুমি ঠায় জেগে আছো

অনেকগুলো দিনের ওপার থেকে

এখনও স্পষ্ট দেখা যায় তাদের


আমিও কী আশ্চর্য দেখো

সকাল থেকে রাত্তির অবধি তোমাকে খুঁজছি

কুয়াশাভেজা পথ ধরে দ্বিধান্বিত পায়ে

তুমি হেঁটে যাচ্ছো অন্য দিকে -

পেছনে পড়ে আছে একটা ভাঙা সাঁকো


সেই সাঁকোটার কথা আমরা ভুলে থেকেছি বহুদিন

এপার আর ওপারকে জুড়ে রেখেছিল যে সাঁকো

তার কথা সেভাবে ভাবিইনি আমরা কেউ


আমাদের ভাবনায় আমাদের স্বপ্নে আজ

দুলে উঠছে জীর্ণ সেই সাঁকোটি

কান পাতলেই শোনা যাচ্ছে পতনের ভয়ঙ্কর শব্দ ...


*********************************************************************************************



 স্বপন নাগ

জন্ম ১৯৫৭ সালের ১০ জুলাই, হাওড়া জেলার এক গ্রামে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি থেকে বর্তমানে অবসরপ্রাপ্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ইচ্ছে আমার বনকাপাসী মাঠ, স্থির স্বপ্নে জেগে আছি, প্রিয় ২৫, বিষাদ এসে ঘর বেঁধেছে। এছাড়াও একটি রম্যগদ্যের সংকলন 'ONLY FOR তোমার জন্য ', আছে কবি কেদারনাথ সিং -এর পঁচিশটি বাছাই হিন্দি কবিতার অনুবাদ গ্রন্থ এবং প্রত্যুষা সরকার দ্বারা ইংরেজিতে অনূদিত এক ডজন কবিতার সংকলন, 'IDIOT'.

1 টি মন্তব্য: